চিন্তন নিউজঃ-সিদ্ধার্থ গুহঃ-সিপি আই এম ডানকুনি এরিয়া কমিটির অন্তর্গত মৃগালা ৫ নং শাখায় মৃগালা হালদার পাড়া,রবীন্দ্রনগর ও মিলনী তে পতাকা উত্তোলন ও মাল্যদানের মধ্য দিয়ে ১০৬তম নভেম্বর বিপ্লব পালন হলো।
এছাড়া ডানকুনি পৌর অঞ্চলের অন্যান্য শাখাতেও পতাকা উত্তোলন ও শহীদ বেদি তে মাল্যদান করা হয়।
দেবারতি বাসুলীঃ-বেনেপাড়া বোসপাড়া ব্রাঞ্চের আদিবাসী পাড়ায় মহান নভেম্বর বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করছেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলি জেলা কমিটির সহ-সম্পাদক জয়দেব ঘোষ। শেষে গণশক্তির বিশেষ সংখ্যা সাধারণের মধ্যে প্রচার উপলক্ষে বিক্রয় ও করেন। ১৪ নম্বর ওয়ার্ড এর রক্তদান শিবির।
সৈকত সিংঃ- মহান নভেম্বর বিপ্লব বার্ষিকীতে সি পি আই এম চুঁচুড়া এরিয়া কমিটির ১৯ নং শাখার পক্ষ থেকে বুড়োশিবতলা পার্টি অফিসের সামনে পতাকা উত্তলন। পতাকা উত্তোলন করেন পার্টির প্রাক্তন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মিতালী কুমার ।
ঝুমা শীলঃ- রক্ত পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে নভেম্বর বিপ্লব পালন করা হল , সাথে গণশক্তি কাগজ বিক্রয় শেওড়াফুল বৈদ্যবাটি এরিয়া কমিটির এক নং নবগ্রাম শাখার উদ্যোগে।মহান নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে কানাইপুর দক্ষিণ শাখায় ৯ ও ১০ নম্বর বুথে রক্ত পতাকা উত্তোলন হলো।
সোমনাথ ঘোষঃ-আজকে হুগলী জেলার জাঙ্গীপাড়া এরিয়া কমিটির অন্তগত আঁটপুর অঞ্চলের সিপিআইএম আঁটপুর ১নং শাখায় ঘোষবাটি এবং আঁটপুর বাসষ্টান্ডে ঐতিহাসিক নভেম্বের বিপ্লব পালন করা হল উপস্থিত ছিলেন ১নং শাখা সম্পাদক কমরেড তপন বসু এরিয়া কমিটির সদস্য কমরেড কাশীনাথ হাজরা শাখা সদস্য কমরেড শিখা ভট্টাচার্য যুবনেতা কমরেড শিউলী রায় এছাড়াও উপস্থিত ছিলেন কমরেড নরেশ নন্দী কমরেড কার্তিক মালিক কমরেড আকাশ মালিক কমরেড নব মালিক কমরেড গোপীনাথ সাঁতরা আরও বিভিন্ন গনসংগঠনের নেতৃত্ব।
পঞ্চায়েতে কত পেলে কত খেলে, হিসাব চাই হিসাব দাও; লুঠের টাকা ফেরত দাও-১০০ দিনের কাজ দাও; চাকরি চোরদের শাস্তি চাই- যোগ্য প্রার্থীদের চাকরি চাই; ২৮০০ টাকা কুইন্টাল দরে চাষীর কাছ থেকে ধান কিনতে হবে; সারের কালোবাজারি বন্ধ করে আলুচাষের মরসুমে পর্যাপ্ত রাসায়নিক সার সরবরাহ করতে হবে ইত্যাদি দাবি নিয়ে মশাট অঞ্চলের ৬টি বুথে প্রায় সাড়ে ছয় কিমি পদযাত্রা সফল হলো।
শুভদীপ দেঃ- নভেম্বর বিপ্লব আন্তরিকতার সাথে পালিত হয় লিচুতলা ও অভিযাত্রী প্রাঙ্গনে। লিচুতলায় সকাল ৯:৩০ মিনিটে রক্তপতাকা উত্তোলিত হয়।পতাকা উত্তোলন করেন বড়শিয়ান কম: শিবশঙ্কর ব্যানার্জী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন বিধায়ক কম: শিবপ্রসাদ ব্যানার্জী। অনুষ্ঠানে সাধারণ পার্টি দরদী সহ প্রায় ২৫জন। এছাড়া গণনাট্য সংঘ অভিযাত্রীর সামনে পতাকা উত্তোলন হয়। উত্তোলন করেন কম: রমেন চক্রবর্তী। উপস্থিত ছিলেন প্রায় ১২ জন।
দীপন মুখার্জীঃ-ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) চুঁচুড়া এরিয়া কমিটির অন্তর্ভুক্ত ১৬ নং ব্রাঞ্চ এর ৫টি বুথে (খুঁসিগলি, ভাগীরথী লেন, ঘটক পাড়া গঙ্গার ধার, কনকশালী ও নন্দী পাড়া) মহান নভেম্বর বিপ্লব উদযাপন করা হইল রক্ত পতাকা উত্তোলনের মধ্যো দিয়ে.………….
মহান নভেম্বর বিপ্লব দিচ্ছে ডাক সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ ও সাম্প্রদায়িকতা নিপাত যাক………
মহান নভেম্বর বিপ্লবের চিন্তাধারা দিক দিগন্তে ছড়িয়ে দাও………..
মহান নভেম্বর বিপ্লব দীর্ঘজীবী হোক……….
দুনিয়ার মজদুর এক হও।
তরুণ ঘোষঃ- ঐতিহাসিক নভেম্বর বিপ্লব দিবসে দিগসুই হোয়েড়া ১ নং শাখা এলাকায় হোয়েড়া , মধুপুর চাঁপারুই আঁসফল বুথে ও ১ নং শাখার পার্টি অফিসে পতাকা উত্তোলন কর্মসূচি।
তিলক ঘোষঃ- আজ বিকাল তিনটায় সন্ত্রস্ত গোঘাটের কামারপুকুর জিপির বাঁকুড়া লাগোয়া হরিসভা পশ্চিম অমরপূরের তিনটি বুথে শতাধিক কমরেড সাড়ে চার কিমি পথ পরিক্রমা করে শ্রমিক কৃষক ক্ষেতমজুর ছাত্র যুব মহিলা সরকারি কর্মচারীদের জলন্ত দাবি গুলি নিয়ে রাজ্যের সন্ত্রাস কেন্দ্রের সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে পদযাত্রায় সামিল হয়।পদযাত্রা সূচনা করেন প্রবীণ কৃষক নেতা দেবু চ্যাটার্জী,শেষে কামারপুকুর কলেজ মোড়ে পথসভা হয়।সভাপতি তিলক ঘোষ,বক্তব্য রাখেন সুজিত রায়,শ্রীকান্ত চক্রবর্তী, সুভাষ বৈরাগী।ছিলেন নারায়ন ধাড়া, বিকাশ মুখার্জি, সহদেব সামুই, শিবনাথ ব্যানার্জী, অসিম মন্ডল অশোক পন্ডিত, বদরে আলাম ,ছাত্রনেতা কমরেড রাহুল ঘোষ,ক্ষেতমজুর ইউনিয়নের কমরেড বাদল মুর্মু প্রমুখ।
জয়দেব ঘোষঃ-All India IT & ITES Employees’ Union এর ১ম কেন্দ্রীয় সম্মেলনের লোগো উন্মোচিত হল।
চন্দননগর নৃত্যগোপাল স্মৃতি মন্দির (চন্দননগর লাইব্রেরী হল) এ একটি সেমিনার এর মাধ্যমে সাইবার নিরাপত্তা এবং সাইবার ক্রাইম সম্বন্ধে মানুষকে সচেতন করতে বক্তব্য রাখেন সাইবার বিষেশজ্ঞ স্নেহাশিস চৌধুরী। ছাত্র-যুবদের সঠিক পদ্ধতিতে CV বানানো এবং ইন্টারভিউ এর প্রস্তুতিমূলক শিক্ষা দেন ইউনিয়নের নেতৃত্ব কমরেড ঋতব্রত মুখার্জি। শ্রমকোড ২০২০ এর উপর বক্তব্য রাখেন রাজ্য সভাপতি কমরেড সুরজিৎ বোস। কেন ইউনিয়ন?- এর প্রয়োজনীয়তা সম্বন্ধে বলেন কমরেড শৌভিক ভট্টাচার্য।
মহান নভেম্বর বিপ্লব দিবসে সি পি আই এম ডানলপ বসবেরিয়া চন্দ্রহাটি এরিয়া কমিটির র ১২ নং শাখায় পাতাকা উত্তোলন।