চিন্তন নিউজ:১৬ই নভেম্বর:- জয়দেব ঘোষ:- পান্ডুয়া:-ডাঃ দ্বিজদাস সোম …. বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ চিকিৎসক …… স্টুডেন্টস হেলথ হোম, নর্থ হুগলি আঞ্চলিক কেন্দ্রের পৃষ্ঠপোষক ও শুভাকাঙ্ক্ষী ….. গত ২৮ শে অক্টোবর করোনা আক্রান্ত হয়ে সল্টলেক আমরি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন …. আজ ভোর রাতে তিনি প্রয়াত হন … স্টুডেন্টস হেলথ হোম, নর্থ হুগলি আঞ্চলিক কেন্দ্র …. ডাঃ দ্বিজদাস সোম – এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে ও তাঁর শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে ।
জয়দেব ঘোষ :-পান্ডুয়া:-সমবায় সপ্তাহে ১৬ তারিখে অনুষ্ঠান কাকসা বি ডি ও অফিসে ৷উপস্থিত ছিলেন কাকসা ব্লকের বি ডি ও , সি আই সহ একাধিক সংঘ কোঃ সদস্যা ৷আজ ভাই ফোটা তাই নাসিমা ,মৌসুমী ,ফ্লালগুনী রা ফোটা দিয়ে শুরু করল অনুষ্ঠান ৷।
চৈতালি নন্দী:- চন্দননগর:-চন্দননগরের ‘জাগরণ’ নাট্য সংস্থার পক্ষ থেকে এদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে। এই স্মৃতিচারণায় উঠে এলো অনেক না জানা কথা। ২০১২ সালে রবীন্দ্রসদনে ‘রাজা লিয়র’ নাটকে তাঁর সহঅভিনেতা হিসেবে অভিনয়ের অনন্য অভিজ্ঞতা।সেদিন তিনি তাঁর সহঅভিনেতাদের উপহার দিয়েছিলেন এই ফটোটা।জানা গেলো নাটকের চরিত্র কে ফুটিয়ে তুলতে তাঁর অপরিসীম আত্মনিবেদনের আকুতি, যা প্রকৃত অভিনেতার জাত চিনিয়ে দেয়। জানালেন ‘জাগরণ’ নাট্য সংস্থার সুলতা রায় ও বরুণ রায়।
হারাল দাসপুর পঞ্চায়েত এর প্রাক্তন প্রধান হাতনি গ্রামের কার্তিক রায় আজ মারা গেছেন।।