জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ- চৈতালি নন্দীঃ-২৯ তম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন। উপলক্ষে দেওয়াল লিখন চলছে চন্দননগরে_ বাগবাজার শাখার উদ্যোগে‌।

মহান নভেম্বর বিপ্লব উপলক্ষে চন্দননগর ১ নং ওয়ার্ডে, সকাল ৮ টায় পার্টিগতভাবে হরিদ্রাডাঙ্গা গড়েরধারের পিএসপি ভবনে রক্ত পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন প্রবীণ পার্টি নেতৃত্ব কমরেড সুনীত মজুমদার। বক্তব্য রাখেন কমরেড পার্থ চ্যাটার্জি।

তিলক ঘোষঃ-আজকে বাকুড়া লাগোয়া কামারপুকুর জিপির সাতবাড়িয়া সুবিরচক মিলে পাচ কিমি পথ পরিক্রমা করে তিনটি বুথে শ্রমিক কৃষক ক্ষেতমজুর যুব ছাত্র মহিলা দের সব সন্ত্রাস উপেক্ষা করে উদিপ্ত পদযাত্রা সংগঠিত হয়।শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।সূচনা করেন দেবু চ‍্যাটার্জী।ছিলেন তিলক ঘোষ সুজিত রায়,বিকাশ মুখার্জি, নারায়ন ধাড়া,, শ্রীকান্ত চক্রবর্তী, সত‍্যসাধন ঘোষ,অশোক পন্ডিত, কানু মালিক, বাদল মর্মূ ,কাকলি দিগার,কাকলি মালিক ছাত্র নেতা রাহুল ঘোষ যুব নেতাপল্টু ঘটক সুভাষ বৈরাগী সহ কমরেড গণ।রাজ‍্য ও কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতিগুলির বিরুদ্ধে সোচ্চার হন।

সুপর্না রায়ঃ-নভেম্বর বিপ্লব বার্ষিক তে গোয়ালটুলি পার্টি অফিস আলোক সজ্জায় সজ্জিত।ঐতিহাসিক নভেম্বর বিপ্লব উপলক্ষে।

আজ ৮ই নভেম্বর, সুদীপ্ত’র জন্মদিনের এটাই শপথ……গত বছর ১৬ই ডিসেম্বর উত্তরপাড়া প্যারীমোহন কলেজ থেকে এখনও রাস্তাই রাস্তা… প্রতি ক্যাম্পাসে সুদীপ্তদের তৈরি করার কাজ চলছে…. এ যৌবন সুদীপ্ত-স্বপন-সৈফুদ্দিন-অর্ণবদের
যা প্রতিটা আগামীকে শেখায় চল চল চল
বুক চিতিয়েই….

সৌরভ গাঙ্গুলিঃ–পঞ্চায়েতে কত পেলে কত খেলে?
হিসাব চাই হিসাব দাও, লুঠের টাকা ফেরত দাও।
১০০ দিনের কাজ দাও, বকেয়া টাকা ফেরৎ দাও,
চাকরি চোরদের শাস্তি চাই, যোগ্য প্রার্থীদের চাকরি চাই।
শোষক পোকায় ক্ষতিগ্রস্ত ধানচাষীদের বীমা দিতে হবে; ২৮০০ টাকা কুইন্টাল দরে চাষীর কাছ থেকে ধান কিনতে হবে; সারের কালোবাজারি বন্ধ করে আলুচাষের মরসুমে পর্যাপ্ত রাসায়নিক সার ও বীজ সরবরাহ করতে হবে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির লাগামছাড়া মূল্যবৃদ্ধি রোধ করতে হবে ইত্যাদি দাবি নিয়ে আজ তারকেশ্বরের বালিগোড়ি ১নং অঞ্চলের বিভিন্ন গ্রামে দীর্ঘ পদযাত্রা সফল হলো।

জয়দেব ঘোষঃ- নভেম্বরে মাসে পদযাত্রা চলছে শান্তিডাঙা থেকে অড়লডাঙা পর্যন্ত ১০০ দিনের কাজের দাবিতে চোর ধরো জেল ভরো দাবিতে শিক্ষা ক্ষেত্রে দূর্নীতি দাবিতে সমস্ত বেকারের চাকরির দাবিতে সমস্ত গরীব মানুষ কে ঘর দেওয়া দাবিতে আমাদের পদযাত্রা চলছে চলবে ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।