জেলা

আজ গণশক্তির অতিরিক্ত দশ হাজার কপি বিক্রি শুধু জলপাইগুড়ি জেলায়


প্রতিবেদনে দীপশুভ্র সান্যাল:চিন্তন নিউজ:২৮শে সেপ্টেম্বর:– দেশ বিদেশের মানুষের সংগ্রামের বার্তা নিয়ে প্রতিদিন গণশক্তি পত্রিকা প্রকাশিত হয়। ২৭ শে সেপ্টেম্বর দেশের অন্নদাতাদের ডাকে গোটা ভারতবর্ষে সংগ্রামের ইতিহাস রচিত হয়েছে। কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটির ডাকা সর্বভারতীয় ধর্মঘট কে কেন্দ্র করে। সেই সংগ্রাম স্বভাবতই বাজারি সংবাদপত্রে স্থান পায় নি, কিছু কিছু ক্ষেত্রে কিছু সংবাদমাধ্যম এই সংগ্রামের ঘটনাকে খাটো করে দেখানোর চেষ্টা করেছে আবার অনেক ক্ষেত্রে সত্য ঘটনা সামনে না নিয়ে এসে অসত্য তথ্য পরিবেশন করেছে যেমন উত্তরবঙ্গের চা বাগানগুলো ছিল বোনাস প্রদানের কারণে বন্ধের আওতার বাইরে, অথচ চা শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন তাই বন্ধ ব্যর্থ – বিভিন্ন সংবাদ মাধ্যম এই তথ্য পরিবেশন করেছে । গোটা দেশে কৃষকদের এই সংগ্রামের তথ্যচিত্র মানুষের মাঝে পৌঁছে দেবার গুরুদায়িত্ব তাই গণশক্তি নিয়েছে। সামগ্রিক ভারত বন্ধের প্রকৃত চিত্র তুলে ধরে গণশক্তি ২৮ শে সেপ্টেম্বর গোটা রাজ্যের সাথে সঙ্গতি রেখে জলপাইগুড়ি জেলায় গণশক্তি প্রচার সমিতির উদ্যোগে গোটা জেলায় ১০০০০ অতিরিক্ত পত্রিকার কপি এক বিশেষ অভিযানের মধ্য দিয়ে বিক্রয় করে। উল্লেখ্য জেলা শহরের সদরপুর্ব এরিয়া কমিটি বিগত এক মাস ধরে ১০০০ অতিরিক্ত কপি বিক্রয় করে চলেছে। জেলা পার্টি নেতৃত্ব এই সংবাদ জানিয়েছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।