প্রতিবেদনে দীপশুভ্র সান্যাল:চিন্তন নিউজ:২৮শে সেপ্টেম্বর:– দেশ বিদেশের মানুষের সংগ্রামের বার্তা নিয়ে প্রতিদিন গণশক্তি পত্রিকা প্রকাশিত হয়। ২৭ শে সেপ্টেম্বর দেশের অন্নদাতাদের ডাকে গোটা ভারতবর্ষে সংগ্রামের ইতিহাস রচিত হয়েছে। কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটির ডাকা সর্বভারতীয় ধর্মঘট কে কেন্দ্র করে। সেই সংগ্রাম স্বভাবতই বাজারি সংবাদপত্রে স্থান পায় নি, কিছু কিছু ক্ষেত্রে কিছু সংবাদমাধ্যম এই সংগ্রামের ঘটনাকে খাটো করে দেখানোর চেষ্টা করেছে আবার অনেক ক্ষেত্রে সত্য ঘটনা সামনে না নিয়ে এসে অসত্য তথ্য পরিবেশন করেছে যেমন উত্তরবঙ্গের চা বাগানগুলো ছিল বোনাস প্রদানের কারণে বন্ধের আওতার বাইরে, অথচ চা শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন তাই বন্ধ ব্যর্থ – বিভিন্ন সংবাদ মাধ্যম এই তথ্য পরিবেশন করেছে । গোটা দেশে কৃষকদের এই সংগ্রামের তথ্যচিত্র মানুষের মাঝে পৌঁছে দেবার গুরুদায়িত্ব তাই গণশক্তি নিয়েছে। সামগ্রিক ভারত বন্ধের প্রকৃত চিত্র তুলে ধরে গণশক্তি ২৮ শে সেপ্টেম্বর গোটা রাজ্যের সাথে সঙ্গতি রেখে জলপাইগুড়ি জেলায় গণশক্তি প্রচার সমিতির উদ্যোগে গোটা জেলায় ১০০০০ অতিরিক্ত পত্রিকার কপি এক বিশেষ অভিযানের মধ্য দিয়ে বিক্রয় করে। উল্লেখ্য জেলা শহরের সদরপুর্ব এরিয়া কমিটি বিগত এক মাস ধরে ১০০০ অতিরিক্ত কপি বিক্রয় করে চলেছে। জেলা পার্টি নেতৃত্ব এই সংবাদ জানিয়েছেন।
Related Articles
পূর্ব বর্ধমান জেলার খবর
চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত: ৪ ঠা জানুয়ারি :২০২১: – সারা জেলা জুড়ে দিল্লীর কৃষক আন্দোলনের সমর্থনে বাইক র্যালি, কোথাও গণ অর্থ সংগ্রহ, সদস্য সংগ্রহ, দেওয়াল লিখন ইত্যাদি কাজ চলছে উৎসাহের সঙ্গে। বিরাট উদ্দীপনার মধ্য দয়ে, দিল্লীর কৃষক আন্দোলনকে সংহতি জানিয়ে , কৃষক ও ক্ষেত মজুরের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, সারা ভারত কৃষক সভা, পূর্বস্থলী এরিয়া […]
পাঁচ দফা দাবিতে রাজ্য সরকারি কর্মচারিদের বিক্ষোভ
অর্ণব দে : চিন্তন নিউজ:২৯শে আগস্ট:-পশ্চিমবঙ্গ রাজ্যসরকারি কর্মচারী সমিতি সমূহের ডাকে সারা রাজ্যের সঙ্গে মুর্শিদাবাদের বহরমপুরে কালেক্টরেট বিল্ডিংয়ের সামনে টিফিন টাইমে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। কালেক্টরেট বিল্ডিংয়ের বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন, জেলা সম্পাদকমন্ডলীর অন্যতম সদস্য সুকোমল সরকার । বক্তব্য রাখেন রাজ্য কো-অর্ডিনেশন কমিটির কেন্দ্রীয় নেতৃত্ব সুতপা হাজরা ও জেলা কো-অর্ডিনেশন কমিটির যুগ্ম সম্পাদক শ্রী প্রলয় […]
আজকের হুগলি জেলার সংবাদ
সোমনাথ ঘোষ:—— চিন্তন নিউজ_রাজ্য কৃষক সভার সহ সম্পাদক ও দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক প্রয়াত কমরেড হীরেণ সাহার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে চন্ডীতলার শিয়াখালায় রক্তপতাকা অর্দ্ধনমিত করা হলো। পতাকা অর্দ্ধনমিত করেন হুগলী জেলা কৃষক সভার সদস্য কমরেড সোমনাথ ঘোষ। নবারুণ ভৌমিক:—–হুগলি জেলার সংবাদ সংগ্রাহক জানিয়েছেন যে গোপন সুত্রে খবর পেয়ে চুঁচুড়ার সত্যপিরতলার একটি বাড়িতে হানা দিয়ে […]