জেলা

সিআইটিইউ এর তরফে খাদ্যসামগ্রী বিতরণ


রাহুল চ্যাটার্জি: চিন্তন নিউজ:১৬ই মে:-গতকাল ১৫ই মে,রামপুরহাট পৌরসভা শ্রমিক-কর্মচারী ইউনিয়ন সিআইটিইউ-এর তরফে ৫১ জনকে খাদ্য সামগ্রী দেওয়া হল। অগ্রাধিকার দেওয়া হয়েছে তাঁদের, যে সব পৌরকর্মী প্রয়াত হয়েছেন,অথচ পরিবারের কেও কাজ পায়নি, ফামিলি পেনশন পায়নি, সেইসকল কনজারভেন্সি ও সাফাই কর্মীদের ৩০টি পরিবারকে বাকি ২১ জন অন্যান্য দুঃস্থ শ্রমজীবির মধ্যে বিলি করা হয়।

তাঁদের দেওয়া হল ৩ কিলো চাল, ২ কিলো আলু, ৫০০ গ্রাম সঃতেল, ৫০০ গ্রাম মসুরডাল, ২০০ গ্রাম সয়াবিনবরি, ৫০০ গ্রাম লবন, ২০ টাকা মুল্যের ২ টি সাবান। ইউনিয়নের জেলা সম্পাদক রবীন সিনহা, সিটু, মহিলা সমিতির নেতৃত্ব সহ অন্যান্য কমরেডগণ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।