রাজ্য

ভোটের ডিউটি তে এসে গঙ্গায় তলিয়ে গেলেন সিকিমের পুলিশ কর্মী


চিন্তন নিউজ ডেস্ক, ২১ শে এপ্রিল:ভোটের ডিউটিতে এসে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন সিকিম রাজ্য পুলিশের কনস্টেবল।পুলিশ সূত্রে জানা গেছে কনস্টেবলের নাম নিঙ্গুর চিরিং লেপচা ।ঘটনাটি ঘটে জঙ্গিপুর কলেজ ঘাটে।

সূত্রের খবর এদিন ভোটের ডিউটিতে আসা বেশ কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জ‌ওয়ান জঙ্গিপুর কলেজ ঘাটে গঙ্গায় স্নানে যায় । স্নান সেরে সবাই উঠে এলেও নিঙ্গুর চিরিং লেপচা ওঠেনি দেখে বাকিরা তার নাম ধরে ডাকতে থাকে। কিন্তু সাড়া পায়না। পরে পুলিশকে খবর দেয়।পুলিশের তরফ থেকে ডুবুরি নামিয়ে খোঁজা হচ্ছে। এখনো খোঁজ পাওয়া যায় নি ।

তৃতীয় দফায় 23শে এপ্রিল মুর্শিদাবাদ জেলার দুটি কেন্দ্রে ভোট গ্রহণ। মুর্শিদাবাদ ও জঙ্গিপুর। সেই জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোট নিতে এসে এই বিপত্তি খুব দুঃখজনক।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।