সুকৃতীশ নন্দী: চিন্তন নিউজ:১২ই মে:-হুগলীর ‘ ইচ্ছেপূরণে প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি’ একটি সামাজিক সংগঠন। তারা সমাজের দুঃস্থ মানুষদের সেবায় আত্মনিয়োগ করেছেন। কয়েকবছর আগে ইচ্ছেপূরণে প্রয়াস ব্যান্ডেল স্টেশনের ডেনড্রাইটে আক্রান্ত বাচ্চাবাচ্চা অনাথ ছেলে মেয়েগুলোকে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে এক অভিনব প্রয়াস নেয়। প্রতিদিন বিকেলে তাদের নিয়ে শুরু হয় ক্লাস। প্রথম প্রথম ক্লাসে আসতে না চাইলেও সময়ের সাথে সাথে নিজেরাই ক্লাসে যোগদান করে। বিকেল ৪ টে থেকে সেই ক্লাস চলতো সন্ধ্যে ৬ টা পর্যন্ত। এর সাথে তাদের জন্য তিনবেলা পেট ভরে খাওয়ার ব্যবস্থা করেন সংগঠনের সদস্যরা।ক্লাস চলতে থাকে, শুরু হয় অন্য এক লড়াই।সেই লড়াইকে কেন্দ্র করে সিলভার স্টার্স ও পিথ্রি প্রোডাকশন হাউজ তৈরী করে স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘ইস্কুল’। কেন্দ্রীয় চরিত্রে রূপ, শুভ, মাননীয় অরুণ প্রমুখ ব্যক্তি। যাঁরা বাস্তবেও এই কর্মযজ্ঞের কাণ্ডারি ছিলেন। ছবিটি পরিচালনা করেছেন প্রীতম দত্ত ও সৌরভ চক্রবর্তী। অভিনয়ে পিউ,অনিন্দিতা, নরেন্দ্রনাথ,সৌরভ,অনীক,স্বস্তিকা প্রমুখ। রবীন্দ্রনাথ ঠাকুরের… ‘একলা চলো রে’ গানের প্যারোডি লিখেছেন শুভজিৎ পাড়ুই। সঙ্গীত পরিচালনায় রূপম। গান গেয়েছেন প্রিয়াঙ্কা,সৌরভ,শ্রেয়ান্বিতা। সমাজের এক জ্বলন্ত ঘটনাকে ছবির মাধ্যমে তুলে ধরার এই প্রয়াস দর্শকদের যে নতুন কিছু ভাবতে শেখাবে,তা বলাই যায়।
সম্প্রতি এই ছবি বিভিন্ন আন্তর্জাতিক চলচিত্র উৎসবে আলোরণ সৃষ্টি করেছে। ইতিমধ্যে ফোকাললেনথ ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০, ফার্স্ট টাইম ফিল্ম মেকার সিজন ২০২০, লিফটফ গ্লোবাল নেটওয়ার্ক ২০২০ (ইউকে)….ইত্যাদি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিলেকশন পেয়েছে ইস্কুল।এছাড়াও খুব তাড়াতাড়ি ইউটিউবে রিলিজ হতে চলেছে এই ছবি।তবে আশা আছে আরও কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান করে নেবে এই স্বল্প দৈর্ঘ্য ছবিটি।
মূলত এটি একটি সামাজিক শিক্ষামূলক ছবি,কোনো বানিজ্যিকিকরণ ছাড়াই এই ছবি বানানো হয়েছে। শুধুমাত্র সামাজিক বার্তাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই লক্ষ্য ছিল “ইস্কুল” টিম এর। প্ল্যাটফর্ম এর গরীব বাচ্চাগুলো যারা প্রতিদিন লড়াই করে চলেছে খিদের সঙ্গে। প্ল্যাটফর্ম এর আনাচে কানাচে লুকিয়ে চালাচ্ছে বিভিন্ন ধরনের নেশা। তাদেরকে এই নরকের জীবন থেকে ফিরিয়ে আনতে প্রথম প্ল্যাটফর্ম এই পড়াশুনা করানোর কাজ শুরু করে প্রয়াস এর টিম।…অনেক বাধা অতিক্রম করে বাচ্চাগুলো জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে সফল হয়েছিলেন তারা।তাদের এই কঠিন লড়াই এর গল্পই আসলে “ইস্কুল “।যাতে আগামী দিনে প্রয়াস এর মত প্রত্যেকে এই কর্মযজ্ঞে মিলিত হতে পারে তারই অনুপ্রেরণা যোগাবে ” ইস্কুল” ছবিটি। শুধুমাত্র ব্যান্ডেল নয় কখনো পুরুলিয়া,কখনো বা সুন্দরবন এর প্রত্যন্ত গ্রাম এ গিয়ে তারা অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন প্রয়াস সংগঠন এর ছেলে মেয়েরা। প্রয়াস এর এই কর্মযজ্ঞকেই সাধারণ মানুষের কাছে তুলে ধরার গল্প আমাদের “ইস্কুল “।