নিউজ ডেস্ক: চিন্তন নিউজ:৪ঠা নভেম্বর :–পশ্চিমবঙ্গ শিক্ষাবন্ধু যৌথ মঞ্চ আবার অবস্থান কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে। বেতন বৈষম্য সহ একাধিক ইস্যুতে তারা প্রতিবাদে। আগামী ৭ই নভেম্বর গান্ধী মূর্তির পাদদেশে এই অবস্থান কর্মসূচি হবে।
এই কর্মসূচির একজন আহ্বায়ক বলেন,তাদের সাথে সরকার বৈমাত্রেয় সুলভ আচরণ করছেন। শিক্ষাবন্ধু যৌথ মঞ্চ দু’দিনের অবস্থান কর্মসূচি পালন করতে চাইলেও রাজ্য সরকার তথা রাজ্যের পুলিশ তা অনুমোদন করেনি। তাই বাধ্য হয়েই ৬ ও ৭ নভেম্বরের বদলে শুধু ৭ নভেম্বর অবস্থান হবে গান্ধী মূর্তির পাদদেশে।
এই কর্মসূচির প্রধান দাবিগুলো:–
১) অবিলম্বে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ করতে হবে।
২) শিক্ষাবন্ধুদের ন্যায্য প্রাপ্য বকেয়া এরিয়ার মিটিয়ে দিতে হবে।
৩) চাকরিতে যোগদানের দিন থেকে ইপিএফ দিতে হবে।
৪) অবসরের বয়সসীমা ৬৫বছর করতে হবে।
৫) শিক্ষা বন্ধুদের প্রকৃত সর্বভারতীয় পদ কো-অর্ডিনেটরের মর্যাদা ফিরিয়ে দিতে হবে।
এই সমস্ত দাবিতে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাবে শিক্ষক বন্ধুরা।