রাজ্য

‘শাখী’ও পঃ বঃ বিজ্ঞানমঞ্চ, আরামবাগ বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিবেশ সচেতনতায় বসে আঁকো’ প্রতিযোগিতা


সন্দীপ সিনহা: চিন্তন নিউজ:২৯শে ডিসেম্বর:- বৃক্ষপ্রেমী সংগঠন ‘শাখী’ও পঃ বঃ বিজ্ঞানমঞ্চ,আরামবাগ বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে ২৭শে ডিসেম্বর,’২০ আরামবাগ বিবেকানন্দ একাডেমি প্রাঙ্গণে পরিবেশ সচেতনতায় কোভিড-স্বাস্থ্যবিধি মেনে হয়ে গেল এক ‘বসে আঁকো’ প্রতিযোগিতা। মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রথম থেকে দশম শ্রেণির ৯৪জন ছাত্র-ছাত্রীদের তিনটি বিভাগে ‘সবুজপৃথিবী’,’ ‘জীবনের জন্য অরণ্য’-র মত বিষয়ের উপর হয় এই প্রতিযোগিতা। বিচারকের দায়িত্বে ছিলেন আরামবাগের শিল্পগুরু স্বনামধন্য হরিপ্রসাদ মেদ্দা (89) ও প্রথিতযশা শিল্পী ভৈরব বাগ।

শীতের সকালের মিষ্টি রোদ মেখে ঐতিহ্যমণ্ডিত প্রতিষ্ঠানের উদার অঙ্গনে কচি-কাঁচাদের অংশগ্রহণ ছিল দৃষ্টিনন্দন। প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক নবকুমার মণ্ডল, প্রধান অতিথির পদ অলংকৃত করেন বিবেকানন্দ একাডেমির অধিকর্তা, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সমরেন্দ্রনাথ চক্রবর্তী (73) ও বিশেষ অতিথির আসনে ছিলেন ‘শাখী’-র বহরমপুর ইউনিটের প্রতিনিধি শ্রাবণী ঘোষ। ‘শাখী’-র প্রাণপুরুষ বিশিষ্টবিজ্ঞানী , ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ গৌরীশঙ্কর ঘোষ ও তাঁর সুযোগ্য সহধর্মিণী আইআইসিবি (IICB) যাদবপুরের বিজ্ঞানী ডঃ মালিনী সেনের উজ্জ্বল উপস্থিতি অনুষ্ঠানকে এক বিশেষ মাত্রা দান করে। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপিত করেন বিজ্ঞানকর্মী ও শিক্ষারত্ন প্রদীপ গঙ্গোপাধ্যায় এবং ‘শাখী’-র সহঃ সম্পাদিকা অধ্যাপিকা মেরিনা মণ্ডল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।