রাজস্থান থেকে চিন্তন এর নিজস্ব সংবাদদাতা:চিন্তন নিউজ:২৯শে ডিসেম্বর:- রাজস্থান হরিয়ানা বর্ডারের শাহজাহানপুরে যে কৃষক আন্দোলন চলছে… সেই আন্দোলনে মহারাষ্ট্র থেকেও বিরাটসংখ্যক কৃষক যোগ দিয়েছেন। রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির সাংসদ শ্রী হনুমান বেনিওয়াল দিল্লি অভিযানের ডাক দিয়েছেন।
প্রতিবাদী কৃষকরা ইতিমধ্যেই আলোয়ার জেলার শাহজাহানপুরে দিল্লি..জয়পুর জাতীয় সড়ক অবরোধ করেছেন। এই অবরোধ কর্মসূচি অনেকদিন থেকেই চলছে। প্রাক্তন আই এ এস অফিসার ও জয়পুরের কালেক্টর শ্রী জাগরূপ যাদব, কিষাণ মহাপঞ্চায়েতের জাতীয় সভাপতি শ্রী রামলাল জ্যাট এবং কৃষক আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ নানাস্থানে সভাসমিতির মাধ্যমে এই আন্দোলনকে সমর্থন করার প্রচার চালিয়ে যাচ্ছেন। কিষাণ সংঘর্ষ সমিতির রাজ্য সভাপতি গুর্জর সম্প্রদায়ভূক্ত শ্রী হিম্মৎ সিং গুর্জরও শাহজাহানপুরে পৌঁছে গেছেন এই আন্দোলনকে সমর্থনের জন্য। যখন মহারাষ্ট্র থেকে বিশালসংখ্যক কৃষক শাহজাহানপুরে যোগ দিয়েছেন তার আগেই সাংসদ শ্রী হনুমান বেনিওয়াল দিল্লি অভিযানের ডাক দিয়ে দিয়েছেন।
কিষাণ মহাপঞ্চায়েতের জাতীয় স্তরের নেতা রামলাল জ্যাট বার্তা দিয়েছেন তিনি সিংঘু বর্ডারে আন্দোলনরত কৃষকদের পাশে আছেন এবং কৃষি বিলের তিনটি আইন বাতিলের দাবি তিনি জানিয়েছেন। ইতিমধ্যে রাজস্থান হরিয়ানা বর্ডারের শাহজাহানপুরে বিশালসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। গত ১৩ ই ডিসেম্বর থেকে হরিয়ানা বর্ডারে কৃষকরা অবরোধ করে আছেন। ধীরে ধীরে এই কিষান সমাবেশ স্থানীয় সাধারণ মানুষের সহযোগিতাতে আরো বলীয়ান ও শক্তিশালী হয়ে উঠছে।