রাজ্য

শুধুমাত্র পেটের দায়ে মানুষকে নিজেদের জীবিকা বদলে ফেলতে হচ্ছে


সূপর্ণা রায়: চিন্তন নিউজ:১১ই এপ্রিল:– লকডাউন এবার সরাসরি প্রভাব ফেলল সাধারণ মানুষের জীবন জীবিকাতে।। শুধুমাত্র পেটের দায়ে মানুষ নিজেদের জীবিকা বদলে ফেলছে ।। বরং বলা ভালো বদলে ফেলতে বাধ্য হচ্ছে।। বারাসাতের বাবলু চা ওয়ালা চা বিক্রি বন্ধ করে এখন করোনার মাস্ক বিক্রি করছেন তাঁর চায়ের দোকানে।।বাবলু চা ওয়ালা নামেই তিনি খ্যাত পদবী বলার প্রয়োজন হয় না।।বহু বছর ধরে উঃ ২৪ পরগনার বারাসাত এর কাছারী ময়দানে তিনি চা বিক্রি করে আসছেন।। এখন করোনা সংক্রমণ এর জেরে সারা দেশে লকডাউন চলছে আর তার ফলে সব দোকান পাট বন্ধ হবার সাথে সাথে তাঁর চায়ের দোকান টিও বন্ধ হয়ে গেছে।।

বাবলু কোনদিন ভাবেননি একটা মহামারীর ফলে তাঁর এতদিনের ব্যবসা এভাবে বন্ধ হয়ে যাবে।। এখন মানুষজন খুব প্রয়োজন ছাড়া রাস্তায় বেরচ্ছেন না আর দোকানে দাঁড়িয়ে চা খেতে খেতে গল্পোও বন্ধ।। এমন অবস্থায় পড়েছেন বাবলুদের মতো অনেকেই।। কিভাবে সংসার চালাবেন তা ভেবে পাচ্ছেন না এই সব লোকেরা।।তাই চায়ের দোকানে করোনা’র মাস্ক বিক্রি করছেন পেটের দায়ে।।

লকডাউন এর আগে এই কাছারী মাঠ এলাকা সবসময়ই জমজমাট এলাকা।।বহু মানুষের আনাগোনা ছিল।।লকডাউন এর পর সেই কাছারী মাঠ এলাকা পুরোপুরি জনশূন্য।। মোটর ভেহিক্যালস এর লোকজন ও আর আসছে না।। আশেপাশে রয়েছে বেশ কয়েকটি সরকারি অফিস, সেখানেও আসছেন না কর্মীরা।। ফলে বাবলু চা ওয়ালা দোকানে বসে মাছি তাড়াচ্ছেন।। রোজকার পাতি নেই কিছু। কিন্তু সংসার চালাতে হবে।।

বাবলু বাবু জানালেন”” এখন চায়ের বিক্রি প্রায় নেই বলতে গেলে।। কিন্তু সংসার চালাতে হবে।।তাই করোনা সংক্রমণ এড়াতে যে মাস্ক লাগে সেটাই বিক্রি করছি ।। হ্যান্ড গ্লাভস বিক্রি করছি।। কোন ভাবে বাঁচতে হবে তো।।”” এটা অবশ্যই কোন ব্যতিক্রমী ঘটনা নয়।। এর আগে জলপাইগুড়ি জেলাতে কয়েকজন চিরকাল ফোটোগ্রাফি করে আসা এখন এই লকডাউন এর জেরে কাজ হারিয়ে বাজারে মাছ বিক্রি করছেন।। অনেক টোটো চালক স্রেফ পেটের দায়ে কাঁচা সবজি বিক্রি করছেন।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।