দেশ

মায়ের মৃত্যুতে এক দশক ধরে স্বেচ্ছায় গৃহবন্দি তিন সন্তান


সুপর্ণা রায়: চিন্তন নিউজ:২৯শে ডিসেম্বর:- মাঝে মধ্যে শোনা যায় মা,বাবা,ছেলে বা মেয়ে এমনকি বাড়ীর পোষ্যটি কোনোভাবে মারা গেলে তার সৎকার না করে বাড়ীর মধ্যে রেখে দেন বাড়ীর জীবিত সদস্যরা। এ এক অদ্ভুত সমস্যা! এবার আর এক অদ্ভুত ঘটনা ঘটেছে গুজরাটের রাজকোটে। মা মারা যাওয়ার পর তাঁর তিন ছেলে মেয়ে প্রায় একদশক ধরে ঘরবন্দি করে রেখেছে । তাঁদের বাবা অনেক চেষ্টা করেও তাদের বের করতে পারেন নি।।শেষে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যে ৪২ বছরের অমৃশ,৩৯ বছরের মেঘনা ও ৩০ বছরের ভবেশকে ঘর থেকে বের করে আনা সম্ভব হয়।
এই প্রসঙ্গে উল্লেখ্য তারা লেখাপড়া জানে না এমন নয়। তারা যথেষ্ট লেখাপড়া জানে। সরকারি অবসরপ্রাপ্ত ঐ বৃদ্ধ জানিয়েছেন যে তাঁর বড়ছেলে অমৃশ আইন পাস করে ওকালতি করছিল, মেঘনা মনস্তত্ত্ব নিয়ে স্নাতকোত্তর– আর ভবেশ পড়াশোনা করার পর ক্রিকেট খেলায় বেশ নাম করেছিল। এর মধ্যে তাদের মা মারা যান আর পরিবারটিতে ঘনিয়ে আসে ঘন অন্ধকার।। তাদের বাবা রোজ বাইরে থেকে তাদের খাবার রেখে যেতেন। তারপর কোন উপায় না দেখে বৃদ্ধ ” সাথী সেবা গ্রুপ” নামে একটি সংগঠন এর যোগাযোগ করেন। সংগঠনের সদস্যা জল্পা প্যাটেল তাদের উদ্ধার করেন এবং জানিয়েছেন যে মায়ের মৃত্যু ছেলে মেয়ে কোনভাবেই মেনে নিতে পারে নি এবং চরম অবসাদে চলে যায়।সংগঠনের লোকেরা যখন তাদের বদ্ধ ঘর থেকে উদ্ধার করে তখন ঘরের দরজা জানালা সব বন্ধ,সারা ঘর নোংরা জামা-কাপড়ে ছড়িয়ে আছে। দীর্ঘদিন তাঁরা বদ্ধ ঘরে থাকায় চুলে জট পড়েছে, হাতে পায়ে বড় বড় নখ যেন বন মানুষের প্রতিচ্ছবি।এই ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি এবং ওই ভাইবোন দের চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।