রম্যনাথ মাঝি: চিন্তন নিউজ: ৩রা আগস্ট:- এস এফ আই পুঞ্চা লোকাল কমিটির পক্ষ থেকে আজ পুঞ্চা ব্লকের অন্তর্গত স্কুলগুলোতে ফিস মুকুবের দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয় । এই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির এডমিশনে যে ফিস নেওয়া হচ্ছে সেই ফিস যাতে মুকুব করার তার দাবিতে ।
প্রধান শিক্ষক মহাশয় এই দাবি পূর্ণ সমর্থন করেছেন, স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন বর্তমান পরিস্থিতি মাথায় রেখে রেজিস্ট্রেশন ফিস এক্সামিনেশন ফিস এখন উনারা নিচ্ছেন না, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হ’লে নেবেন। এবং স্কুল কর্তৃপক্ষ আরও জানান, সরকার দ্বারা নির্ধারিত যে এডমিশন ফিস তাই নেওয়া হচ্ছে, বাড়তি অনেক ফিস অনেক স্কুলেই কমানো হয়েছে ।