চিন্তন নিউজ: ৩রা আগস্ট:সংবাদ পরিবেশনে: মিঠু ভট্টাচার্য:- তাং-৩/৮/২০;উলুবেড়িয়া হসপিটালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করে এস এফ আই, ডি ওয়াই এফ আই ও সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কিছুদিন আগে এই হসপিটালে রক্তের কালোবাজারি নিয়ে রোগীর পরিবার হয়রানি হয়েছে তাই সমস্ত সংগঠন গুলি হসপিটালে ডেপুটেশন দেয় এবং রাজ্য সরকারের কাছে বার্তা দিতে চাই যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যে ছিনিমিনি খেলছেন তা আমরা বামপন্থী সংগঠন গুলি মেনে নেবে না। দরকার হলে আরও দুর পর্যন্ত যেতে রাজি আছি। রক্তের অভাবে মানুষ মারা যাচ্ছে। থ্যালাসেমিয়া রোগিদের মুখে বাঁচার আপ্রাণ চেষ্টা। আমরা তাদের সাথে নিয়ে এই কর্মসূচি পালন করছি।
সংবাদদাতা—- আশিস কংসবণিক জানিয়েছেন, গণতান্ত্রিক যুব ফেডারেশন বালি জগাছা উত্তর আঞ্চলিক কমিটির উদ্যোগে নিশ্চিন্দা বীরেন দাস কলোনীতে স্যানিটাইজ করা হল।এলাকার দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিক কিংবা শাসকদলের কর্মীরা যখন দায়িত্ব এড়াতে ব্যস্ত তখন বামপন্থী যুব কর্মীরা দায়বদ্ধতায় কয়েক যোজন এগিয়ে।