দেবু রায়: চিন্তন নিউজ: ৩রা আগস্ট:- গতকাল বারুইপুর বিধানসভার অন্তর্গত আনন্দ পল্লী অঞ্চলে কিছু কোভিড-১৯ সংক্রমণ হয়েছে ! অন্য রাজনৈতিক দলগুলোর কেউ যখন চাল চুরি আর ত্রান চুরির হিসাবে ব্যাস্ত , কেউ আবার ধর্ম নিয়ে বারুইপুর এর মতো একটা সংবেদনশীল অঞ্চলে বিভেদ সৃষ্টি করতে ব্যস্ত তখন এলাকার মহিলারা গণতান্ত্রিক মহিলা সমিতির নেতৃত্বে পুরো অঞ্চল কে স্যানিটাইজ করেন, তার সাথে চলে পথ চলতি মানুষকে কোরোনার বিরুদ্ধে মানুষ কে সচেতন করার উদ্যোগ, এর সাথেই পাশের অঞ্চল চম্পাহাটি টোটো স্ট্যান্ডে , বাজার , ব্যাংক , স্কুল সহ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে স্যানিটাইজ করার উদ্যোগ, তার সাথে মানুষকে সচেতন করার উদ্যোগ , সব চেয়ে ইতিবাচক দিক হলো পুরো কর্মসূচিটাই এআইডিডব্লিউএ এর নেতৃত্বে , এলাকার মানুষ কেও এটা অবাগ করেছে ! যাদের কিছু দিন আগেও দেখা যেত না , আজকে মহিলারা এতো কাজ করছে ! যেখানে ২০১১ এর পর একটা সিপিআই (এম)কে খুঁজতে হতো আতস কাচ দিয়ে সে খানে এআইডিডব্লিউএ অঞ্চলের মহিলা দের নিয়ে শত্রুর বুকে কাঁপন ধরিয়ে একটা ইউনিট প্রতিষ্ঠা করা হয় ! প্রথমে মাল্য দানের মধ্যে দিয়ে , তার পর সভার কাজ শুরু হয় , সভা পরিচালনা করেন বারুইপুর পুর লোকাল কমিটির নেত্রী বৃন্দ ! তারপর অঞ্চলে রাখি বন্ধন অনুষ্ঠান করা হয় !
ডায়মন্ড হারবার বিধানসভার অন্তর্গত নূর পুর অঞ্চলে কোভিড-১৯ এর বিষয়ে ছাত্র / যুবরা এসএফআই, ডিওয়াইএফআই এর নেতৃত্বে এক সচেতন করার প্রয়াস করা হয় এলাকার মানুষের জন্য প্রায় ৫০০মাস্ক , হ্যান্ড স্যানিটাইজার বিলি তার সাথে শান্তি , সম্প্রীতি অটুট রাখার জন্য এলাকার পথ চলতি মানুষকে রাখি পরিয়ে দেন এসএফআই, ডিওয়াইএফআই এর মহিলা সমিতির সদস্যরা।
অন্য দিকে পূর্ব যাদবপুর এরিয়া কমিটির উদ্যোগে যে শ্রমিক ক্যান্টিন এর আয়োজন করা হয়েছিল সেটাও আজকে রমরমিয়ে- চলছে ! আজ ছিলো অষ্টম দিন প্রতিদিনই দুটি জায়গা থেকে সর্ব মোট ১২০প্যাকেট খাবার বিতরন করা হচ্ছে , যদিও চাহিদা দিনে – দিনে যা বাড়ছে সেটা চাহিদার তুলনায় কম , তাই বিতরনের দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই শেষ ! এরিয়া কমিটি র নেতৃত্বে আপ্রাণ চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব পার্টি অফিস এর ছাদে রান্না ঘর তৈরি করার কাজ সম্পূন্ন করতে , যদিও অর্থ একটা প্ৰতি বন্ধ কতা , তাই সিপিআই (এম) কর্মীরা মানুষের কাছে অর্থ সাহায্যের আবেদন করা হয় , এই আবেদনে সারা দিয়ে জনৈক দিল্লি প্রবাসী দেবাশিস বাবু আজকে ১০,০০০- টাকা অনুদান হিসাবে পাঠিয়ে দেন ! যাদবপুরের মানুষ আজকে বুঝে গেছেন তার বিপদের একমাত্র বন্ধু হলো সিপিআই (এম) যাদের বিশ্বাস করা যায় , ভরসা করে ঠকতে হয় না ।