মিঠুন ভট্টাচার্য: চিন্তন নিউজ: ৪ঠা মে:-লগডাউনে মানুষের পাশে এস এফ আই মানুষ যখন করোনা ভাইরাসের সংক্রমণের ফলে লগডাউনে ঘরে বসে আছেন তখন তাদের পাশে সহোযোগিতায় এগিয়ে এসেছে ছাত্র সংগঠন এস এফ আই ভাবগ্রাম লোকাল কমিটি। লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল জানান করোনা ভাইরাসের সংক্রমণের ফলে যে লগডাউন চলছে সেই সময় থেকেই মানুষের পাশে সহোযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে ছাত্র সংগঠন এস এফ আই ডাবগ্রাম লোকাল কমিটির সদস্যরা তারা প্রতিনিয়ত এই অসহায় মানুষের জন্য খাবারের জোগান দিতে নিজেরা দায়বদ্ধ।অবিরাম কাজ করে চলেচেন কখনো
খিচুড়ি,পুরি,চাল,ডাল,আলু,কেক,সাবানএমন কি শিশুর দুধ সহো অন্য অন্য খাদ্য সামগ্রিক আজ আবার ২০০ জনের হাত ডিম ভাত তুলেদিলেন। লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল জানান এই লগডাউন যতদিন চলবে তারা আসা করেন মানুষের পাসে এই ভাবেই সহযোগিতা হাত এগিয়ে দিবেন এর সাথে সাথে এই সময়ে দারিয়ে যারা আমাদের পাসে সহোযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানান। গোপাল পাল আরো জানান যারা যারা নিজের পরিবারের কথা মাথায় না রেখে আমাদের সকলের জন্য জরুরী পরিষেবা দিয়ে চলেছে তাদের প্রতি চির কৃতজ্ঞতা জানান, এবং সকলকে অনুরোধ করেন, সুস্থ থাকবেন সাবধানে থাকতে, অকারণে বাইরে না যেতে।