রাজ্য

রক্ষা করো দেশ , সংবিধান ও দেশের ধর্মনিরপেক্ষতা, কম খরচে শিক্ষার দাবীতে দাসপুরে এস‌এফ‌আই, ডিওয়াইএফ‌আই এর সমাবেশ।


শৌভিক ব্যানার্জি: চিন্তন নিউজ: ৪ঠা মার্চ:–রক্ষা করো দেশ , সংবিধান ও দেশের ধর্মনিরপেক্ষতা এই বার্তা নিয়ে, কম খরচে শিক্ষার দাবীতে , নতুন নতুন কারখানা ও বেকার ছেলে মেয়ের কাজের দাবীতে , বেকার ভাতা দাবীতে, কেন্দ্র রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে, পেট্রোল , ডিজেল , রান্নার গ্যাস সহ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিপত্রের লাগামছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে , শিক্ষা খাতে কেন্দ্রীয় ও রাজ্য বাজেটের ব্যয় বরাদ্দ কমিয়ে দেওয়ার প্রতিবাদে ও এন‌আরসি, এনপিআর, সিএএ বাতিলের দাবিতে, এস‌এফ‌আই ও ডিওয়াইএফ‌আই সোনাখালি লোকাল কমিটির উদ্যোগে আজ দাসপুর ২ নম্বর ব্লকের সোনামুই বাজারে অনুষ্ঠিত হলো প্রকাশ্য সমাবেশ ।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এস‌এফ‌আই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কমরেড প্রতীকউর রহমান।এছাড়াও বক্তব্য রাখেন এস‌এফ‌আই পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক কমরেড প্রসেনজিৎ মুদি , ডিওয়াইএফ‌আই পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক কমরেড সুমিত অধিকারী , এস‌এফ‌আই সোনাখালি লোকাল কমিটির সম্পাদক কমরেড শুভঙ্কর ব্যানার্জী।সভাপতিত্ব করেন কমরেড বিশ্বনাথ সাউ


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।