রাজ্য

পশ্চিমবঙ্গের স্বনিযুক্তি ও স্বনির্ভর দফতর পঞ্চায়েত এলাকায় তৈরি করবে আটচালা!


সূপর্ণা রায়:চিন্তন নিউজ:২২ শে আগস্ট:–পশ্চিমবঙ্গ এক আজব রাজ্যে পরিণত হচ্ছে দিন -দিন—–এর আইন কানুন সর্বনেশে —— সুত্রের খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী প্রথমে বেকার দের বললেন চপ ভাজতে —-কারন এটা শিল্প- তাঁর মতে।এবার দেখা গেল তিনি নিজেই চা — দোকানে ঢুকে চা বানাতে লাগলেন।। এরই মধ্যে আরও একধাপ এগিয়ে গেছে রাজ্য।। গ্রামের লোকেদের কাজ নেই তাই সরকারি পয়সায় মানে জনগনের করের টাকাতে “”আড্ডার”” আয়োজন।। একেবারে পাকাপাকি ভাবে “আটচালা”তৈরী করে গ্রামের যুবকদের বিনোদনের ব্যাবস্থা করছে রাজ্যের স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তর।। এই দপ্তরের মন্ত্রীর কথায় জানা গেল—“””গ্রামের মধ্যে কমিউনিটি সেন্টার বলি, না—-কংক্রিটের পরিকাঠামো থাকবে না।। গ্রামের মধ্যে গ্রামের পরিবেশই বজায় থাকবে-“… আটচালা তৈরীতে অর্থ দপ্তর এর অনুমোদন মিলেছে—–খুব তাড়াতাড়ি এই কাজে হাত লাগাবে দপ্তর।। এই প্রকল্পের গালভরা নাম “”মুক্তিধারা”” প্রকল্প।। প্রথম ১২৫ টি গ্রামকে বেছে নিয়ে তৈরী হবে আটচালা।।এই মুক্তিধারা প্রকল্পে যে আটচালা হবে তার কাজ কি হবে জানতে চাওয়া হলে এই দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে জানান—–“” ছেলেরা গান-বাজনা করবে-, সাংস্কৃতিক অনুষ্ঠান করবে—-খোলামেলা কথাবার্তা বলবে—গত আট বছর ধরে কাজ এবং রোজগারের অভাবে ধুকছে।। কৃষিতে ভয়ানক অবস্থা।।ফসল যা হচ্ছে তাতে লাভ তো দুরের কথা খরচ টুকুও উঠছে না।।ঋনে ঋনে জর্জরিত কৃষকরা—–আত্মহত্যা রোজের ঘটনা।। গত আট বছরে ২১৬ জন কৃষক আত্মহত্যা করেছে।। কৃষি তে সংকটের জেরে কাজ নেই খেতমজুর দের।।১০০ দিনের কাজ বন্ধ।। অবস্থা এতটাই শোচনীয় এখন গ্রাম ছেড়ে ছেলেমেয়েরা ভিন দেশে পাড়ি দিচ্ছে।। এ প্রসঙ্গ এ উল্লেখ করা যাচ্ছে যে আগামী ৩১ শে আগস্ট গনআন্দোলনের শহীদ দিবসে কলকাতা আসছেন গ্রামের মানুষ।। কলকাতাতে যে সভা হবে তাতে আত্মঘাতী কৃষক পরিবারের সদস্যরাও আসবেন। মানুষের এত সমস্যা –সংকট তার মধ্যে সুযোগ বুঝে বিজেপি-আরএসএস মানুষের মধ্যে ঢোকাচ্ছে বিভাজনের বিষ।। এই অবস্থাতে গ্রামের মানুষকে ভুলিয়ে রাখতে আটচালার ব্যাবস্থা।। সরকারের বক্তব্য —-“”গ্রামের মানুষ কাজের শেষে একসঙ্গে বসে আলোচনা করবে —–একাত্মবোধ গড়ে উঠবে—“” কিন্তু বাম আমলেই এ রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে মানুষ একাত্মবোধ দেখিয়েছিল।। গ্রামের উন্নয়ন —–সরকারের টাকা খরচ এ মানুষকে যুক্ত করার জন্য গ্রাম- সংসদ সভা বসত।। এখন গ্রাম সংসদ সভাই বন্ধ করে দেওয়া হয়েছে।। এখন রোজগারের পথ বন্ধ করে আটচালায় বসে আড্ডার পথ খুলতে চাইছে সরকার——–….


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।