সূপর্ণা রায়:চিন্তন নিউজ:২২ শে আগস্ট:–পশ্চিমবঙ্গ এক আজব রাজ্যে পরিণত হচ্ছে দিন -দিন—–এর আইন কানুন সর্বনেশে —— সুত্রের খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী প্রথমে বেকার দের বললেন চপ ভাজতে —-কারন এটা শিল্প- তাঁর মতে।এবার দেখা গেল তিনি নিজেই চা — দোকানে ঢুকে চা বানাতে লাগলেন।। এরই মধ্যে আরও একধাপ এগিয়ে গেছে রাজ্য।। গ্রামের লোকেদের কাজ নেই তাই সরকারি পয়সায় মানে জনগনের করের টাকাতে “”আড্ডার”” আয়োজন।। একেবারে পাকাপাকি ভাবে “আটচালা”তৈরী করে গ্রামের যুবকদের বিনোদনের ব্যাবস্থা করছে রাজ্যের স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তর।। এই দপ্তরের মন্ত্রীর কথায় জানা গেল—“””গ্রামের মধ্যে কমিউনিটি সেন্টার বলি, না—-কংক্রিটের পরিকাঠামো থাকবে না।। গ্রামের মধ্যে গ্রামের পরিবেশই বজায় থাকবে-“… আটচালা তৈরীতে অর্থ দপ্তর এর অনুমোদন মিলেছে—–খুব তাড়াতাড়ি এই কাজে হাত লাগাবে দপ্তর।। এই প্রকল্পের গালভরা নাম “”মুক্তিধারা”” প্রকল্প।। প্রথম ১২৫ টি গ্রামকে বেছে নিয়ে তৈরী হবে আটচালা।।এই মুক্তিধারা প্রকল্পে যে আটচালা হবে তার কাজ কি হবে জানতে চাওয়া হলে এই দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে জানান—–“” ছেলেরা গান-বাজনা করবে-, সাংস্কৃতিক অনুষ্ঠান করবে—-খোলামেলা কথাবার্তা বলবে—গত আট বছর ধরে কাজ এবং রোজগারের অভাবে ধুকছে।। কৃষিতে ভয়ানক অবস্থা।।ফসল যা হচ্ছে তাতে লাভ তো দুরের কথা খরচ টুকুও উঠছে না।।ঋনে ঋনে জর্জরিত কৃষকরা—–আত্মহত্যা রোজের ঘটনা।। গত আট বছরে ২১৬ জন কৃষক আত্মহত্যা করেছে।। কৃষি তে সংকটের জেরে কাজ নেই খেতমজুর দের।।১০০ দিনের কাজ বন্ধ।। অবস্থা এতটাই শোচনীয় এখন গ্রাম ছেড়ে ছেলেমেয়েরা ভিন দেশে পাড়ি দিচ্ছে।। এ প্রসঙ্গ এ উল্লেখ করা যাচ্ছে যে আগামী ৩১ শে আগস্ট গনআন্দোলনের শহীদ দিবসে কলকাতা আসছেন গ্রামের মানুষ।। কলকাতাতে যে সভা হবে তাতে আত্মঘাতী কৃষক পরিবারের সদস্যরাও আসবেন। মানুষের এত সমস্যা –সংকট তার মধ্যে সুযোগ বুঝে বিজেপি-আরএসএস মানুষের মধ্যে ঢোকাচ্ছে বিভাজনের বিষ।। এই অবস্থাতে গ্রামের মানুষকে ভুলিয়ে রাখতে আটচালার ব্যাবস্থা।। সরকারের বক্তব্য —-“”গ্রামের মানুষ কাজের শেষে একসঙ্গে বসে আলোচনা করবে —–একাত্মবোধ গড়ে উঠবে—“” কিন্তু বাম আমলেই এ রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে মানুষ একাত্মবোধ দেখিয়েছিল।। গ্রামের উন্নয়ন —–সরকারের টাকা খরচ এ মানুষকে যুক্ত করার জন্য গ্রাম- সংসদ সভা বসত।। এখন গ্রাম সংসদ সভাই বন্ধ করে দেওয়া হয়েছে।। এখন রোজগারের পথ বন্ধ করে আটচালায় বসে আড্ডার পথ খুলতে চাইছে সরকার——–….
Related Articles
বিশ্বভারতীর অনুষদ সমিতির অফিস স্থানান্তরিত করার বিষয়ে হাইকোর্টের স্থগিতাদেশ।
নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:৪ঠা মার্চ:–মঙ্গলবার কলকাতা হাইকোর্ট জারি করা এক আদেশে বিশ্বভারতী অনুষদ সমিতির অফিস কক্ষের কোনও ব্যবহার করতে বিশ্বভারতী কর্তৃপক্ষকে বাধা দেয়। আদেশটিতে কর্তৃপক্ষকে তাদের জিনিসপত্র ঘর থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে বলা হয়। এর আগে ১৫ ই জানুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ভিবিউএফএ-এর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। এবং স্বেচ্ছাসেবী সংস্থার মর্যাদা দেওয়ার পরে […]
Bangladesh To Replace ‘Virgin’ With ‘Unmarried’ Before Bride’s Name In Muslim Marriage Certificate
Hello, everyone! The government rejects this criticism from Chinese women, saying it is trying to make life easier for foreign brides in Taiwan. Here you will find thousands of profiles of girls on any taste. This created it distinct for me that there are only chatbots on the web page and real profiles. As a […]
রিগবোর নলকূপে জল না পেয়ে রাগে আস্ত নলকূপ উপরে ফেলে দিল হাতি।
দীপশুভ্র সান্যাল, চিন্তন নিউজ:- ৮ জুলাই:-জঙ্গল সংলগ্ন সরকারি নলকূপে জল না পেয়ে নলকূপ উপড়ে ফেলে দিল হাতির দল। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা।জঙ্গলে ক্রমে বাড়ছে জনবসতি অন্যদিকে, বিশ্ব উষ্ণায়ন এবং জঙ্গলে অবৈজ্ঞানিকভাবে গাছপালা ধ্বংসের ফলে খাদ্যের অভাবে বন্যপ্রাণীদের লোকালয়ে হানা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে ডুয়ার্সের জঙ্গল সংলগ্ন গ্রামগুলোতে। জঙ্গলে দখলদারি থেকে শুরু করে গাছপালা নিধনের ফলে জঙ্গলে […]