রাজ্য

কারিগরী শিক্ষার হাল ও শিক্ষকদের অবস্থান ।


মিতা দত্ত:চিন্তন নিউজ:৯ই ফেব্রুয়ারি:–শিক্ষাই জাতির মেরুদন্ড এই কথাটাই এ রাজ্যের শাসকশ্রেণী ভুলতে বসেছে। বিদ্যালয় শিক্ষা আজ চতুর্দিক থেকে আক্রান্ত। তাই শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন ব্যতীত পথ নেই।

আর্থ সামাজিক প্রয়োজনে কারিগরী শিক্ষার প্রয়োজন অনুভব করে বামফ্রন্ট সরকার। সেই তাগিদ থেকে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হয় ।ছাত্রছাত্রীদের সামনে নতুন দিগন্ত উন্মোচিত হয়। কিছু শিক্ষিত বেকারের কর্মসংস্থান হয়।

বর্তমানে রাজ্যসরকারের অসহযোগিতায় কারিগরী শিক্ষার পঞ্চত্বপ্রাপ্তির মুখে । তাই এই বিভাগের শিক্ষক শিক্ষিকারা মহামান্য হাইকোর্টর অনুমতি নিয়ে লাগাতার অবস্থানে বসেছে ২৭জানুঃ থেকে ১0ই ফেব্রুয়ারী)।কিন্তু তাদের
প্রত্যেকটি দাবী ন্যায্য হলেও সরকারের কোনো হেলদোল নেই।অবশ্য বর্তমান রাজ্য সরকারের এটাই স্বাভাবিক রূপ। উন্নয়নের গল্প শোনায় কিন্তু শিক্ষা ছাড়া যে উন্নয়ন হয় না, এটা জানে না।

তাই শিক্ষক সমাজ ও আপামর জনগণ এই শিক্ষক শিক্ষিিকাদের দাবীর পক্ষে আওয়াজ তুলেছে। – কারিগরী শিক্ষা প্রয়োজন থেকেই শুরু হয়েছে, তাই এর মৃত্যুঘণ্টা বাঁচানোর অধিকার সরকারের নেই। কারিগরী শিক্ষা বাঁচাতেই হবে। অবস্থানরত শিক্ষক শিক্ষেকাদের দাবী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।