দেশ

পার্লে বিস্কুট সংস্থা থেকে প্রায়১০ হাজার কর্মী ছাঁটাই হ’তে পারে জি এস টির চাপে।


মীরা দাস: চিন্তন নিউজ :২২শে আগস্ট:- পার্লে বিস্কুট সংস্থা থেকে প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই হতে পারে জি এস টির চাপে …দেশের বৃহৎ বিস্কুট নির্মান কোম্পানী ” পার্লে প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড ” এর প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই হ’তে পারে। এর ব্যাপক প্রভাব এবং কাটছাঁট হতে পারে ,৯০ বছরের পুরোন দুটি কোম্পানি অত্যন্ত পরিচিত ব্র্যান্ড ” পার্লে জি ” ও মারি বিস্কুট কোম্পানী ,এই সংস্থার কর্মী সংখ্যা প্রায় ১ লক্ষ ।
পার্লের ক্যাটাগরি হেড মায়াঙ্ক শাহ মুম্বাই থেকে বুধবার সংবাদ সংস্থাকে জানিয়েছেন। তিনি বলেছেন জি,এস,টি র চাপ এবং দেশের আর্থিক বৃদ্ধির গতি শ্লথ হয়ে যাওয়ার ফলে গ্রামাঞ্চলে ঐ দুটি ব্রান্ডের বিস্কুটের চাহিদা কমে যাওয়ার ফলে উৎপাদন কমে গেছে যার ফলে ৮ থেকে ১০ হাজার কর্মীকে ছাঁটাই করা প্রয়োজন। এ ছাড়া আর কোন রাস্তা খোলা নেই । শুধুমাত্র দেশের ১নং বিস্কুট কোম্পানী নয় ,আর্থিক গতি শ্লথ হয়ে পড়ার জন্য ,সরকারের জি,এস,টি চাপানোর ধকল সহ্য করতে হচ্ছে বিভিন্ন শিল্পক্ষেত্রকে। এবং তার জেরে উৎপাদনে কাটছাঁট হচ্ছে গাড়ী ,বস্ত্র ,বিস্কুট ইত্যাদি সব শিল্পক্ষেত্রেই ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।