কাকলি চ্যাটার্জি: চিন্তন নিউজ:৫ই জুলাই:- মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছেন গতকাল ৭০৭৪ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন যা এখনও পর্যন্ত পূর্বের অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশী।
রাজ্যে কোভিড ১৯ এ আক্রান্তের মোট সংখ্যা ২০০০৬৪ এবং মৃতের সংখ্যা ৮৬৭১, গতকাল ৩৩৯৬ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০৮০৮২ জন। ৮৩২৩৭ জন অসুস্থর তালিকায় রয়েছেন। রাজ্যে পরীক্ষার সংখ্যা বেড়ে হয়েছে ১০৮০৯৭৫ জন।
৭০৭৪ টি নতুন আক্রান্তের মধ্যে ১১৬৩ জনই মুম্বাইয়ের অধিবাসী। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬৮ জনের। এই নিয়ে মুম্বাই শহরে করোনায় মোট মৃতের সংখ্যা ৪৮৩০ জন।
এদিন মুম্বাই পুলিশ জানিয়েছেন মহামারী রুখতে লকডাউনের সময় ২৮ শে জুন পর্যন্ত বিতর্কিত এলাকার দুই কিমির মধ্যে ভ্রমণের নিষেধাজ্ঞা থাকার কারণে ভাইরাসটির সঙ্গে মোকাবিলা কিছুটা হলেও সহজ হয়েছিল। মাত্র দুদিনের জন্য নিয়ম শিথিল করা হলেও আগামী ৩১ শে জুলাই পর্যন্ত রাজ্যে লকডাউন বজায় থাকবে।