গোপা মুখার্জী : চিন্তন নিউজ: ২৯ শেষ জুলাই:– একেই করোনা অতিমারীতে ধুঁকছে দেশ, ভেঙে পড়েছে দেশের অর্থনৈতিক অবস্থা । আর এর মধ্যেই টাকার লোভ দেখিয়ে দলীয় বিধায়ক দের বিক্ষুব্ধ করে নির্বাচিত সরকার ভাঙার খেলায় মেতে উঠেছে বিজেপি । এটা গনতন্ত্রের কাছে লজ্জার।
রাজস্থানের বর্তমান রাজনৈতিক টানাপোড়েন নিয়ে টুইটারের মাধ্যমে বিজেপির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন অভিনেতা প্রকাশ রাজ।তিনি জানিয়েছেন ক্ষমতালোভী বিজেপি সরকার ঘোড়া কেনাবেচার মাধ্যমে পর পর নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যূত করার চেষ্টা করছে। তাঁর এই অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।
সম্প্রতি রাজস্থানের উপমুখ্যমন্ত্রী ও পঞ্চায়েতরাজ মন্ত্রী শচীন পাইলট সহ আরও কয়েকজন কংগ্রেস বিধায়ক বিক্ষুব্ধ হয়ে ওঠার পর থেকেই রাজস্থানের রাজনীতি নড়েচড়ে বসেছে । কংগ্রেস মুখপাত্র রনদীপ সিং সুরজওয়াল মঙ্গলবার জানিয়েছেন যে, শচীন পাইলট ও তাঁর অনুগামীরা বিজেপির প্রলোভনে প্রলোভিত হয়ে কংগ্রেস সরকার কে ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। ইতিমধ্যেই কংগ্রেস কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা গজেন্দ্র সিং শেখাওয়াতের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ।
উল্লেখ্য, এর আগে কর্নাটক ও মধ্যপ্রদেশে একই ভাবে ঘোড়া কেনাবেচার মাধ্যমে কংগ্রেস সরকার কে সরিয়ে ক্ষমতায় আসে বিজেপি ।মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও এই একই অভিযোগ করেছেন বিজেপির বিরুদ্ধে ।