মাধবী ঘোষ: চিন্তন নিউজ:২৭শে অক্টোবর:– আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট শিল্পাঞ্চল একের পর এক লাগাতার অবৈধ অস্ত্র কারখানা আর নেশার সামগ্রী বিক্রির বিরুদ্ধে খোঁজ খবর করে চলেছেন। তাতে তারা সফলতাও পাচ্ছেন। এবারে হিরাপুর থানার পুলিশ রহমত নগর নূতন বস্তি, রোড নং ১০,একটা ঘরে অস্ত্র কারখানা খুঁজে বের করেন। স্থানীয় সূত্রের খবর ৮৩ নং ওয়ার্ড এ মহম্মদ জাভেদের ঘরে অস্ত্র তৈরির কারখানার খবর পাওয়া যায়। ডি. সি. পি. অভিষেক মোদী জানান পুলিশের কাছে খবর ছিল এই অঞ্চলে এধরনের একটা কারখানা চলছে। এরপরে সেখানে পুলিশ খোঁজ খবর করেন এবং অপারেশন করে কিছু অস্ত্র ও অস্ত্র তৈরীর জিনিস পত্র উদ্ধার করেন। উনি জানান এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। দুই জন অস্ত্র তৈরির কারিগর। ওদের বাড়ী বিহারে।
এলাকায় পুলিশের ক্যাম্প করা হয়। জানা গেছে টোটো চালক মহম্মদ জাভেদের স্ত্রী এই কারখানা পরিচালনা করতেন। বাড়ীর নিচে ছোট্ট একটা গোপন ঘর বানিয়ে সেখানে এই সব অস্ত্র তৈরি করা হতো। এই অভিযানের সময় এ. সি. পি .প্রতীক রায়, সি.আই.এস পাল, হিরাপুর থানার ইনচার্জ প্রসেনজিৎ রায় সহিত আরো অনেক পুলিশ অফিসার সেখানে উপস্থিত ছিলেন।