দেশ বিদেশ

বিষ্ফোরক খুঁজে পেতে নতুন পথের দিশা দেখালেন বিজ্ঞানী সৌমিত্র শতপতী।


চৈতালি নন্দী: নিউজ ডেস্ক:৯ই জুলাই:—বাঙালি বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার , বিষ্ফোরকের খোঁজে সেন্সর।।
এবার থেকে বিষ্ফোরক খুঁজতে কুকুরের প্রয়োজন ফুরোতে চলেছে।বিষ্ফোরক খুঁজে বের করতে এক নতুন পথের দিশা দেখালেন আই আইটি রুরকির অধ‍্যাপক সৌমিত্র শতপথী।তাঁর সঙ্গে এই কাজে সহযোগিতা করেছেন কল‍্যানী ইসারের (IISER) বিজ্ঞানীরা।
এতোদিন ভিআইপিদের সুরক্ষার জন‍্যে কিংবা মাদক বা বিষ্ফোরক তল্লাশির জন‍্যে বিশাল বিশাল যন্ত্র বা কুকুরের প্রয়োজন হবেনা।কয়েক সেকেন্ডের মধ্যেই বিষ্ফোরক খুঁজে বের করে দেবে সামান্য একটা লাঠি।
শক্তিশালী বিষ্ফোরক সনাক্তকরনে যে সব যন্ত্রপাতি ব‍্যাবহার করা হয় তার এক দশমাংশ দামে এই যন্ত্র টি পাওয়া যাবে।পাউডার এর মতো দেখতে এই সেন্সর কে রং এর মতো ব‍্যাবহার করা যাবে বিমান বন্দর ,রেল স্টেশন ,মেট্রো স্টেশন ইত্যাদিতে।এই পলিমার গুঁড়ো মূহুর্তের মধ‍্যে বিষ্ফোরকের খোঁজ দেবে।
বিজ্ঞানী শতপথী জানাচ্ছেন যে শক্তিশালী বিষ্ফোরক শুঁকতে গিয়ে এতোদিন কুকুর গুলো অসুস্থ হয়ে পড়তো।কিন্তু এটি পরিবেশের ক্ষতি করবেনা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।