রাজ্য

এবার টলিউডের নাম্বার ওয়ান অভিনেতাকে ইডির তলব।


রোজভ্যালি কান্ডে এবার ইডির তলব বাংলা চলচ্চিত্রের প্রথম সারির এক নম্বর অভিনেতা প্রসেনজিৎ চট্ট্যোপাধ্যায়কে।

প্রসঙ্গত রোজভ্যালি কান্ডে তাপস পালের জেল হেফাজত হ‌ওয়ার পর এবং রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডুর কাছে ইডি, টলিউডের এক নাম্বার ওয়ান অভিনেত্রীর নাম জানেন ।তাঁকে তলব করার কথাও শোনা যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে টলিউড অভিনেতা, অভিনেত্রীদের পাশে দাঁড়ান। মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল ‘তাপস,ঋতুপর্ণা, প্রসেনজিৎ এদের কেন নাম আসছে ?এরা তো রোজভ্যালির প্রযোজনার সিনেমা করেছে।’
সূত্রের খবর মূখ্যমন্ত্রী যতই পাশে দাঁড়ান, শতাব্দী রায়(সাংসদ)কে ইডি তলব করার পরেই এবার প্রসেনজিৎ চট্ট্যোপাধ্যায়কে তলব করতে চলেছেন। হ’তে পারে রোজভ্যালির প্রযোজনায় কাজের সূত্রেই তলব।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ১৯শে জুলাই ইডির দপ্তরে হাজির হতে বলা হয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রোজভ্যালির টাকায় বিদেশ গেছেন কি না, রোজভ্যালির থেকে কোনো অর্থ পেয়েছেন কি না, এই সংস্থা ও সংস্থার কর্ণধারের সাথে কতটা যোগাযোগ ছিল?-এ ধরনের প্রশ্ন করবেন ইডি কর্তারা,বলে জানা যাচ্ছে।


তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে সারদা কান্ডেও তলব করতে চলেছেন ইডি। সম্ভবত ১২‌ই জুলাই হাজিরা দিতে হবে শতাব্দী রায়কে ইডির দপ্তরে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।