রাজ্য

বাম আমলে পাট্টা পাওয়া জমি রক্ষায় ঐক্যবদ্ধ লড়াইয়ে আদিবাসীগণ।


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ৯জুলাই: নিজেদের পাট্টা পাওয়া জমি দখলের চক্রান্তের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করছেন আদিবাসীরা। জমি কারবারীদের জমি দখলের চেষ্টা যেকোনো মূল্যে রুখতে মরিয়া গোটা আদিবাসী মহল্লা। গরিব আদিবাসীদের লড়াইয়ে পাশে দাঁড়ালো কৃষকসভা ও খেতমজুর সংগঠন। কোনোভাবেই গরিব আদিবাসীদের পাট্টা পাওয়া জমি হাতছাড়া করতে দেওয়া হবে না এই দাবি নিয়ে সোমবার ভূমি দপ্তরে স্মারকলিপি জমা দিলেন সংগঠনদ্বয়ের নেতৃবৃন্দ। তাতে শামিল হয়েছিলেন গরিব আদিবাসীরাও। ঘটনা সিউড়ি থানার নগরী গ্রামপঞ্চায়েত এলাকার বাঁধডাঙাল আদিবাসী পাড়া। এদিন সিউড়ি ১নং ব্লক ভূমি আধিকারিকের কাছে এই মর্মে স্মারকলিপি প্রদানের পর খেতমজুর ইউনিয়নের বীরভূম জেলা সভাপতি কামাল আলি খাঁ বলেন, তাদের স্পষ্ট দাবি জমি দালালদের গরীবের জমি কাড়ার কারবার বন্ধ করতে হবে। ভূমি দপ্তর ঘিরে মাথাচাড়া দেওয়া দালালচক্র রদ করতে হবে। ভূমি আধিকারিক শীঘ্রই সরেজমিনে তদন্তে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। তবে লড়াই জারি থাকবে।

বাঁধ ডাঙ্গাল আদিবাসী পাড়ার পাট্টা পাওয়া বাসিন্দারের অভিযোগ, জমি মাফিয়া ও দপ্তরের এক শ্রেণির কর্মীদের যোগসাজশে গরিব আদিবাসীদের বঞ্চিত করার চক্রান্ত চলছে। জানা গেছে, সিউড়ি-১নং ব্লকের নগরী গ্রাম পঞ্চায়েতের নগরী মোড় লাগোয়া আদিবাসী পাড়ার কয়েকজন বাসিন্দায় তাঁদের জমি দখলের অভিযোগ তুলেছেন। এদিন স্মারকলিপি জমা দিতে গিয়ে স্থানীয় বাসিন্দা সুনীল টুডু, ধরম টুডু, কিষান মুর্মুরা জানান, বহুবছর আগে বামফ্রন্ট আমলে বসতির কাছাকাছি খাসজমিতে পাট্টা পেয়েছিলেন। জমির পরিমাণ বেশ কয়েক বিঘা হবে। সেখানেই মাটির বাড়ি তৈরি করেছিলেন। কিন্তু সেই ঘর
বৃষ্টিতে ভেঙে গিয়েছে বেশ কয়েক বছর আগে। তাই পাট্টা পাওয়া জমি থেকে সরে এসে এখন নিজেদের পাড়ায় কোনও রকমে বসবাস করছেন। জমি ফাঁকা পড়ে থাকার সেই সুযোগটাই কাজে লাগিয়েছে জমি কারবারিরা। এদিন স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন বলরাম চ্যাটার্জি, কবিতা রায়, অরূপ চট্টরাজ, গণপতি দলুই, রঞ্জিত তিওয়ারি প্রমুখ নেতৃবৃন্দ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।