দেশ

রান্নার গ্যাসে ভর্তুকি উঠিয়ে দেবার লক্ষ্যে এগিয়ে চলেছে কেন্দ্র সরকার।


শাশ্বতী ঘোষাল: চিন্তন নিউজ:১২ই নভেম্বর:–রান্নার গ্যাস সিলিন্ডারে ক্রমেই ভর্তুকি কমিয়ে দেওয়া হচ্ছে। যারা ভর্তুকিতে গ্যাস পান, সেই সব গ্রাহকের ক্ষেত্রে হঠাৎ ভর্তুকি কমিয়ে দেওয়া হয়।এর জন্য কোনো আগাম ঘোষণা করা হয় নি। জানা গেছে যে চার মাসে প্রায় চুয়াল্লিস টাকা ভর্তুকি কমিয়ে দেওয়া হয়েছে। আর এই কাজটি করা হয়েছে অত্যন্ত সুকৌশলে গোপনে। বেশীর ভাগ গ্রাহক ব্যাপার টা বুঝতে ও পারেন নি। এমনকি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা গুলিকেও গ্যাসের ভর্তুকির ব্যাপারে কোনো নির্দেশ দেওয়া হয় নি। কোনো ঘোষণা ছাড়াই এই ভাবে ভর্তুকি কমানোর উদ্দেশ্য সম্পর্কে সরকারের পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায় নি। সূত্রের খবর অনুযায়ী আগামী বছরের মার্চ মাস পর্যন্ত প্রতি মাসে চার টাকা করে বাড়বে ভর্তুকি যুক্ত রান্নার গ্যাসের দাম। এই ভাবে আস্তে আস্তে ভর্তুকি পুরোপুরি তুলে দেওয়ার লক্ষ্যেই এগিয়ে চলেছে কেন্দ্রীয় সরকার। গ্রাহক যাতে বুঝতে না পারে তাই এই কৌশল অবলম্বন করা হয়েছে বলে মনে করা হচ্ছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।