দেশ বিদেশ শিক্ষা ও স্বাস্থ্য

মারণ ভাইরাস সারা বিশ্বে ছড়াতে পারে, সতর্কতা জারি করলো ‘হু’


সুপর্ণা রায়, চিন্তন নিউজ, ২৯ ফেব্রুয়ারি: চীনে বৃহস্পতিবার ৪৪ জনের মৃত্যু হয়েছে মারণরোগ করোনা ভাইরাসের আক্রমণে। বেজিংয়ে সরকারি ভাবে জানান হয়েছে এই মারণ রোগে দেশে ২৭৮৮ জন মৃত্যু মুখে পতিত হয়েছে। গবেষকরা জানিয়েছেন ডিসেম্বরে যখন এই রোগের লক্ষণ দেখা গিয়েছিল তখন যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হলে এতটা বাড়বাড়ন্ত হতো না এই করোনা ভাইরাসের। শুধুমাত্র হুবেই প্রদেশের উহানে বৃহস্পতিবার মারা যাওয়া রোগীর সংখ্যা ৪১ জন। তাছাড়া বেজিং ও ঝিঙঝিয়ানে যথাক্রমে ২ জন ও ১ জনের মৃত্যু হয়েছে।

করোনা ভাইরাস চীনের মৃত্যু মিছিল যেমন বাড়িয়ে চলেছে তেমনি নিউজিল্যান্ড, বেলারুশ, লিথুয়ানিয়া ও মেক্সিকোতেও এই রোগের রোগীর সংখ্যা মিলেছে। হু-এর পক্ষ থেকে জানানো হয়েছে গোটা বিশ্বে মারণরোগ করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। হু-এর বিবৃতির রেশ পড়েছে শেয়ার বাজারে। হু হু করে নামছে সূচক। ভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে এই পতন বলা হচ্ছে।

নিউজিল্যান্ডের এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাড়ি যান। বছর ৬০ এর ওই ব্যক্তির দেহে করোনা ভাইরাসের জীবাণু মিলেছে। চীনের পর এবার ইরান সফরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেলারুশের এক ছাত্রীর দেহে করোনা ভাইরাস মিললেও আপাতত সে সুস্থ বলে জানা গেছে। চীনের পাশাপাশি বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৮৩ হাজার। মৃত্যু হয়েছে ২৮০০ জনেরও বেশি। এর বেশীরভাগ মৃত্যু ঘটেছে চীনে। অন্যদিকে মেস্কিকোতে ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত।

করোনা ভাইরাসের আতঙ্কে সুইজারল্যান্ড একসাথে ১০০০ লোকের জমায়েত নিষিদ্ধ করেছে। ইরানের মৃত্যুর সংখ্যা ৩৪, আক্রান্ত হয়েছেন ৩৮৮ জন। ইরানের স্বাস্থ্য মন্ত্রীর মুখপাত্র জানান মধ্যপ্রাচ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৫০০ জন। আশঙ্কাতে পাকিস্তান ইরানের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করেছে। ইরানের সীমান্ত এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে। দেশে ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাই এই সতর্কতা জারি করেছে। এর মাঝে ভারত, জাপান বা দক্ষিণ কোরিয়া থেকে আগত মানুষদের ভিসা দেওয়া বন্ধ করেছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।