দেশ

যোগী – র কিসসা


স্বাতী শীল: চিন্তন নিউজ: ৩০শে ডিসেম্বর:—উত্তরপ্রদেশের চরম ঠান্ডায় ইতিমধ্যে ২১ জনের মৃত্যু ঘটেছে বলে জানা গেছে।হাড়হিম করা শীতে জবুথবু গোটা গোবলয়।এই পরিস্থিতিতে পথ বাসি মানুষজন কেমন আছেন দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী।


সূত্র অনুযায়ী ২৭ডিসেম্বর সরকারি হাসপাতালগুলো ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী যোগী।সেখানে তিনি পথবাসী মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেন বলে জানা গেছে।কিন্তু অভিযোগ ওঠে যে,মন্ত্রী চলে যেতেই কম্বলগুলো পুনরায় ফেরত নিয়ে নেয়া হয়।তবে যারা কম্বল গুলো ফেরত নিয়েছেন তাদের সঠিক পরিচয় এখনো জানা যায়নি।তারা প্রশাসনের লোক নাকি অন্য কেউ সেই বিষয়ে সঠিক কেউ বলতে পারেনি।তবে এই ঘটনায় নড়েচড়ে বসেছেন যোগি সরকার।

প্রসঙ্গত এই হাড় কাঁপানো ঠাণ্ডায় মূলত পথবাসীদের দুর্দশা চরমে ওঠে তারা কেমন আছেন তা দেখতে যান মন্ত্রী।তাদের সাথে কথা বলে তাদের পাশে থাকার এবং তাদের থাকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও দেন। কম্বলও বিতরণ করেন।
কিন্তু এই ঘটনায় যোগী সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠে গেলো।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।