মৌসুমী চক্রবর্তী:চিন্তন নিউজ:৯ই জুলাই:—শৈশব আক্রান্ত আবার কলকাতার বুকে ।
এক প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ বন্দুকের গুলি দেখিয়ে ৫০ বছরের ওই শিক্ষক কলকাতার নামি স্কুলের দশম শ্রেণীর কিশোরীটিকে বহুবার ধর্ষণ করেছে বলে অভিযোগ। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে জানা গেছে ।
নামজাদা বেসরকারি স্কুলের দশম শ্রেণীর ছাত্রীটি প্রাইভেটে বিজ্ঞান পড়তে যেত নেতাজি নগরের নামী শিক্ষক রাজীব চক্রবর্তীর কাছে। কিন্তু শিক্ষক হলো ভক্ষক। বন্দুকের দুটি গুলি দেখিয়ে দিনের পর দিন রাজীব ওই ছাত্রীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ কিশোরীর। মেয়েটির বাবা-মা অনুপস্থিত তে শিক্ষক রাজীব সে বাড়িতে গিয়েও পড়ানোর অছিলায় ধর্ষণ করেছে বলে অভিযোগ। এই কথা প্রকাশ্যে আনলে , গুলি করে দেবে বলে ভয় দেখিয়েছিল শিক্ষক। ভয়ে চুপ করে অত্যাচার সহ্য করেছে মেয়েটি।
রবিবার কিশোরীর আচরণে সন্দেহ হওয়ায় বাবা-মা জানতে চান সবকিছুই ।এতে মেয়েটি কান্নায় ভেঙে পড়ে। সব খুলে বলে সে। এরপরই সোমবার বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আলিপুর আদালতে তোলা হবে। রাজীবের বাড়ি থেকে বন্দুকের গুলি দুটি উদ্ধার করা হয়েছে।
তার বিরুদ্ধে পক্সো ও ধর্ষণের মামলা আনা হয়েছে।