চিন্তন নিউজ:৩১শে মে:-সূপর্ণা রায়:— জুন” ঘাস বেচেই পেট চলে শবর দের । কাজ নেই, পেটে নেই ভাত নেই।১০০ দিনের কাজ বন্ধ দিনের পর দিন।। তাই কেলেঘাই ও বাগুই খালের পাড় ধরে “জুন” ঘাস এর ওপর ভরসা শবর দের।। জব কার্ড এর নাম্বার আর তার জেরক্স কপি গুলো সব তৃনমুল নেতা দের হেপাজতে।।পর পর চার বার পাকা ফসল এ প্রাকৃতিক বিপর্যয়। পাকা ফসল নষ্ট হচ্ছে মাঠেই।। গ্রামবাসীরা হন্যে হয়ে ঘুরছে কাজের খোজে আগে বছর এ দু’-আড়াই মাস কাজ থাকত।।কিন্তু এখন আর থাকে না।। এখন ওদের পেট চলে জলাভুমির মাছ, গেড়ি, গুগলি আর মাঠের ইঁদুর সংগ্রহ করে।। পরিবার গুলি আরও সমস্যা তে পড়েছে স্কুল গুলো সব বন্ধ।। ফলে বাড়ির বাচ্ছারা আর মিড ডে মিল পাচ্ছে না। ফলে পরিবার গুলোতে খাদ্যের টান পড়েছে।। এরা সকালে পান্তা নিয়ে প্রায় ৭/৮ কিলোমিটার পথ হেটে আসে এই ‘জুন’ ঘাস তুলতে আর ফাঁদ পেতে ইঁদুর ধরতে। ‘জুন’ ঘাস তুলে সেগুলো শুকিয়ে পান বরজের মালিক দের বিক্রি করে।।।শুকনো ঘাস পান বেধে তুলতে কাজে লাগে।এতে করে শবর দের দিনে ৭০/৮০ টাকা উপায় হয়।।এই অল্প টাকাতে অতি কষ্টে দিন গুজরান করে।আধপেটা খেয়ে দিন কাটায়।আর প্রশাসন তারা অন্ধ। দেখেও দেখে না।এদের কষ্টে কোনো হেলদোল নেই।
Related Articles
সবজি বাজার অগ্নিমূল্য,নাভিশ্বাস সাধারণ মানুষের।
সায়ঙ্ক মন্ডল :-চিন্তন নিউজ:- ১৯শে সেপ্টেম্বর:- করোনা আবহে মানুষের জীবন জীবিকা বিপর্যস্ত। দেশের কত মানুষ কর্মহীন হয়ে পড়েছে তার কোন তথ্য কেন্দ্র সরকার বা রাজ্য সরকারগুলির কাছে নেই। এর মধ্যে বাজারে সবজি অগ্নিমূল্যের পাশাপাশি সমস্ত জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। সাধারণ মধ্যবিত্ত শ্রেনীর পক্ষে বাজারে সবজি কেনা দায় হয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে সাধারণ মানুষের বক্তব্য শুধু আলুসেদ্ধ […]
Academized me – How To Create a Compare that is good and Essay: Topics, Examples And Step-by-step Guide
Most likely, we compare things for a basis that is regular also realizing it. The working platform analyzes readability, syntax, selection of terms, individuality, and reveals the grade you have access to in college. Like that, you are able to enhance your grades while focusing on other projects. You compare foods while food shopping, films, […]
হুগলি জেলা,তথা বাংলা,তথা দেশের গর্ব সাঁতারু ঋজীশ বেরা।
সূপর্ণা রায়:চিন্তন নিউজ:১৯শে আগস্ট:—আন্তর্জাতিক সাঁতারে সুনাম অর্জন করলো হুগলী জেলার চুঁচুড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের গোপা বেরা এবং সুবীর বেরার সন্তান ঋজীস বেরা। ঋজীশ বেরা হুগলী ব্রাঞ্চ স্কুলের নবম শ্রেণীর ছাত্র।। সাঁতারে দারুন সুনাম অর্জন করেছে এই ছেলেটি।। বয়স মাত্র চৌদ্দ বছর—–বাড়ি মহেশতলাতে।। ঋজীশ , মিশরের রাজধানী কায়রো শহরে ২৮ শে জুলাই থেকে ৪ ঠা […]