রাজ্য

‘জুন’ঘাসের ওপর নির্ভরশীল শবরদের খাদ্য সংস্থান।


চিন্তন নিউজ:৩১শে মে:-সূপর্ণা রায়:— জুন” ঘাস বেচেই পেট চলে শবর দের । কাজ নেই, পেটে নেই ভাত নেই।১০০ দিনের কাজ বন্ধ দিনের পর দিন।। তাই কেলেঘাই ও বাগুই খালের পাড় ধরে “জুন” ঘাস এর ওপর ভরসা শবর দের।। জব কার্ড এর নাম্বার আর তার জেরক্স কপি গুলো সব তৃনমুল নেতা দের হেপাজতে।।পর পর চার বার পাকা ফসল এ প্রাকৃতিক বিপর্যয়। পাকা ফসল নষ্ট হচ্ছে মাঠেই।। গ্রামবাসীরা হন্যে হয়ে ঘুরছে কাজের খোজে আগে বছর এ দু’-আড়াই মাস কাজ থাকত।।কিন্তু এখন আর থাকে না।। এখন ওদের পেট চলে জলাভুমির মাছ, গেড়ি, গুগলি আর মাঠের ইঁদুর সংগ্রহ করে।। পরিবার গুলি আরও সমস্যা তে পড়েছে স্কুল গুলো সব বন্ধ।। ফলে বাড়ির বাচ্ছারা আর মিড ডে মিল পাচ্ছে না। ফলে পরিবার গুলোতে খাদ্যের টান পড়েছে।। এরা সকালে পান্তা নিয়ে প্রায় ৭/৮ কিলোমিটার পথ হেটে আসে এই ‘জুন’ ঘাস তুলতে আর ফাঁদ পেতে ইঁদুর ধরতে। ‘জুন’ ঘাস তুলে সেগুলো শুকিয়ে পান বরজের মালিক দের বিক্রি করে।।।শুকনো ঘাস পান বেধে তুলতে কাজে লাগে।এতে করে শবর দের দিনে ৭০/৮০ টাকা উপায় হয়।।এই অল্প টাকাতে অতি কষ্টে দিন গুজরান করে।আধপেটা খেয়ে দিন কাটায়।আর প্রশাসন তারা অন্ধ। দেখেও দেখে না।এদের কষ্টে কোনো হেলদোল নেই।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।