নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:১৩ই এপ্রিল:- প্রয়াত হ’লেন মেদিনীপুরের কমিউনিস্ট আন্দোলনের নেতা মাননীয় শোভানাথ বসু। অবিভক্ত মেদিনীপুর জেলার, পরে অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলার পার্টির সম্পাদকমণ্ডলী প্রাক্তন সদস্য। অবিভক্ত মেদিনীপুর (বর্তমানে তিন জেলা) পরে পশ্চিম মেদিনীপুর জেলার অনেক ছাত্র-যুব কর্মীদের নিয়ে দীর্ঘদিন সাথে করে কাজ করেছেন।
শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। সময় পিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, শোভানাথ বসু ‘- সঙ্গে অবিভক্ত মেদিনীপুর জেলা পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। মৃত্যুর সময় তাঁর বয়স ৮৪ পার হয়ে গিয়েছিল। বার্ধক্যজনিত নানা রোগভোগের শুরুতেই তিনি দৈনন্দিন কাজ থেকে অব্যাহতি নিয়ে ছিলেন। বর্ষীয়ান নেতাকে হারিয়ে সিপিআইএম দলের সমূহ ক্ষতি বলে মনে করছে দলীয় বিশিষ্টজনেরা।