জেলা

করোণা উদ্ভূত পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের পাশে এস‌এফ‌আই


রম্যনাথ মাঝি: চিন্তন নিউজ:২১শে জুলাই:– দেশ যখন করোনা’র অতিমাত্রিকতার শিকার। শুরু হয়ে গেছে গোষ্ঠী সংক্রমণ এমন সময় ছাত্র-ছাত্রীদের পাশে থাকতে দেখা যাচ্ছে ভারতের ছাত্র ফেডারেশনকে। যখন কিছু লোক গরীবের ত্রাণসামগ্রী চুরি করে নিচ্ছে এমন সময় ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষা সামগ্রী ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছে কিছু সংগঠন।

সম্প্রতি করোনা অদ্ভুত পরিস্থিতির এসএফআই পঞ্চা লোকাল কমিটির উদ্যোগে মুদিডি গ্রামে প্রায় শতাধিক প্রাথমিক ছাত্রছাত্রীর হাতে শিক্ষা সামগ্রীসহ খাদ্যশস্য তুলে দেওয়া হয় । খাতা কলম , মাস্ক , সেনিটাইজার ইত্যাদি বিতরণ করা হয়

উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশন পুরুলিয়া জেলা কমিটির জেলা সভাপতি সুব্রত মাহাতো পুরুলিয়া জেলা কমিটির সদস্য শুভম চক্রবর্তী মিলন মুখার্জি বিশ্বজিৎ মুখার্জি সুব্রত মুদি সহ অন্যান্য নেতৃত্বরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।