চিন্তন নিউজ, ২৭ অক্টোবর, জাকির মহম্মদ, আরামবাগ: সপ্তমীর দিন আরামবাগ এক এরিয়া কমিটির উদ্যোগে আরামবাগ গৌরহাটি মোরে শারদীয়া বুকস্টল শুরু হয়েছে। উপস্থিত ছিলেন পাটির জেলা কমিটির নেতৃবৃন্দ। বুকস্টল ঘিরে সাধারণ মানুষের আগ্রহ চোখে পড়ার মতো। বিশেষত কলেজ ছাত্র ছাত্রীরা স্টলে বেশি আসছেন বই দেখছেন, কিনছেন। এলাকার পার্টি কর্মী, দরদীরাও স্টলে আসছেন।
সোমনাথ ঘোষ, শ্রীরামপুর: ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) কোন্নগর এরিয়া কমিটির উদ্যোগে ২১ অক্টোবর সন্ধ্যা থেকে ২৬ অক্টোবর দুপুর পর্যন্ত পরিতোষ-মহীতোষ ভবনের সম্মুখে (কোন্নগর এরিয়া কমিটির অফিস) মার্কসীয়-প্রগতিশীল পুস্তক বিক্রয় কেন্দ্র অনুষ্ঠিত হল।
জয়দেব ঘোষ, পান্ডুয়া: ভারতের কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী ) ডানলপ বাঁশবেড়িয়া চন্দ্রহাটী এরিয়া কমিটির উদ্যোগে আজ ত্রিবেণী মনসাতলায় মার্কসীয় ও প্রগতিশীল পুস্তক বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন এরিয়া সম্পাদক কমরেড অনির্বাণ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সদস্য, শাখার সম্পাদক সহ অন্যান্য সদস্যরা।
হুগলি জেলার কমিউনিস্ট আন্দোলনের প্রবীণ নেতা কমরেড কালিপদ দের জীবনাবসান হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। আজ বিকাল ৪-৩০মিনিটে তিনি নিজ গৃহে প্রয়াত হয়েছেন। কমরেড কালিপদ দে দীর্ঘদিন হুগলি জেলা কমিটির সদস্য ছিলেন। ১৯৬২ সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্যপদ অর্জন করেন। ৬৪-তে পার্টি ভাগ হওয়ার পর তিনি সিপিআই(এম)-এ যোগদান করেন। তখন থেকে মৃত্যুর দিন পর্যন্ত তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)র সদস্য ছিলেন। পার্টির হুগলি জেলা দপ্তর শাখার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। জেলা দপ্তরের বুক স্টল পরিচালনার ক্ষেত্রে ও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। সাহেব বাগান এলাকার জমির আন্দোলন পরিচালনায় তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। জেলা কমিটির সদস্য হিসেবে মগরা ব্যান্ডেল জোনাল কমিটির সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। হুগলি জেলার সাংস্কৃতিক আন্দোলন বিশেষত ভারতীয় গণনাট্য সংঘের সঙ্গে যুক্ত ছিলেন।
প্রবীণ এই নেতার মৃত্যুতে পার্টির হুগলি জেলা কমিটির সম্পাদক কমরেড দেবব্রত ঘোষ, রাজ্য কমিটির সদস্য কমরেড সুদর্শন রায়চৌধুরী, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মিতালী কুমার, জ্যোতিকৃষ্ণ চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃত্ব শোক জ্ঞাপন করেছেন। ব্যান্ডেল দেবানন্দপুরের সাহেব বাগানে তার বাসভবনে তার মরদেহে পার্টির রক্ত পতাকা অর্পণ করে শ্রদ্ধা জানান কমরেড দিলীপ সাহা, কমরেড সৈকত শোঁ, কমরেড মলয় সরকার প্রমুখ। প্রবীণ নেতা কমরেড অশোক ঘোষ মরদেহের মাল্যদান করেন। ব্যান্ডেল কোদালিয়া এরিয়া কমিটির সহ বিভিন্ন শাখা ও গণ সংগঠনের পক্ষ থেকেও মরদেহে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সিআইটিইউ ত্রিবেণী টিস্যুর উদ্যোগে বিগত ২৬শে জুনের পর আবার আজ এই করোনা অতিমারি পরিস্থিতিতে রক্তদান শিবিরের আয়োজন করে এক মানবিক মূল্যবোধের দৃষ্টান্ত স্থাপন করলো। শিবিরে ৩১ জন স্বেচ্ছায় রক্তদান করলেন।
স্বপন কুমার আঢ্য, ভান্ডারহাটি: হুগলি জেলার ধনেখালি থানার অন্তর্গত ভান্ডারহাটি গ্রামের মানুষ দীর্ঘ দিন এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের জন্য আবেদন করছেন। বিগত বামফ্রন্ট সরকারের আমলে ভান্ডারহাটি এক নং এবং দুই নং পঞ্চায়েত এলাকায় নলবাহিত কলের জলের ব্যবস্থা করা হয়েছিল। আজও প্রতিদিন নিয়ম করে দিনে তিনবার রাস্তার ধারের কলগুলো থেকে জল পাওয়া যায়। অনেক সময়ই দেখা যাচ্ছে মানুষ জল বালতি করে বাড়ি নিয়ে যাওয়ার সময়ে কলের মুখ বন্ধ না করেই চলে যাচ্ছেন। অবশ্য এলাকায় অনেক কলের মুখ নেই। যার ফলে প্রতি দিন প্রচুর পরিমাণে জল নষ্ট হচ্ছে (যে ছবি আনন্দ বাজার পত্রিকার জেলার চিঠিতে প্রকাশিত হয়েছিল)।
এই এলাকার অনেক মানুষ আছেন যাদের আর্থিক অবস্থা ভালো, তাদের বাড়িতে সাব মার্সিবেল কল বসিয়ে তারা পানীয় জল ব্যবহার করছেন। এলাকার সাধারণ নাগরিকদের এই রাজ্যের সরকারের কাছে আবেদন অবিলম্বে ভান্ডারহাটির এক নং এবং দুই নং পঞ্চায়েত এলাকায় নলবাহিত কলের জলের সরবরাহের ব্যবস্থা করা হোক বাড়িতে বাড়িতে। তারা আশা করছেন রাজ্য সরকার তাদের পানীয় জলের সমস্যা মেটাতে উদ্যোগী হয়ে আবেদনটি বিবেচনা করবেন।