জেলা

দক্ষিণ চব্বিশ পরগনার খবর………


চিন্তন নিউজ:২১শে নভেম্বর:–জয়নগর থেকে রমা চক্রবর্তী জানাচ্ছেন :-আজ নলগড়া অঞ্চলে মহিলা সমিতির পক্ষ থেকে ২৬ শে নভেম্বর সারা ভারত বনধকে সমর্থন করে মহিলা কর্মী সমর্থক রা দেয়ালে পোস্টারিং কর্মসূচি গ্রহণ করেন l উপস্থিত ছিলেন মহিলা আন্দোলনের নেতৃস্থানীয় l

ক্যানিং থেকে বিভাষ সাহা জানাচ্ছেন…. ২৬শে নভেম্বরের সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে আগামী কালের জনসভার সমর্থনে ক্যানিং সিপিআই(এম) এরিয়া কমিটির তালদি অঞ্চলে প্রচার কর্মসূচী পালন করা হলো l চলমান প্রচার গাড়ি থেকে মাইকিং করে প্রচার সংগঠিত হয় l

ক্যানিং থেকে বিভাস সাহা আরও জানাচ্ছেন, আগামী ২৬শে নভেম্বর ২০২০ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও কেন্দ্রীয় ফেডারেশন সমূহের আহ্ববানে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের প্রচার এবং ধর্মঘটকে কেন্দ্র করে আগামী ২২শে নভেম্বর (রবিবার ) ২০২০ ক্যানিং বাস স্ট্যান্ড, বিকাল ৩ ঘটিকায়, বাম-কংগ্রেস এর যৌথ উদ্যোগে এক বিশাল সমাবেশ তার প্রচার ঘুটিয়ারী শরীফ বাঁশড়া অঞ্চলের হালদার পাড়া, দেওয়ান পাড়া ও ঘুটিয়ারী শরীফ বাজার, সুভাষ পল্লী, দক্ষিণ বাঁশড়া, পথের দাবী, প্রতাপ গড়, পাল পাড়া, গাঁতি রেলগেট, নবপল্লি ও তাল তলা পর্যন্ত শেষ করা হলো আজ ২১/১১/২০২০ l উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক কমরে তাপস অধিকারী, কম: সুজয় মিত্র কমরেড মোবারাক দেওয়ান , ফরওয়ার্ড ব্লক এর পক্ষ থেকে কম: নিরঞ্জন শীল ও কম: শঙ্কর l

সোনারপুর পশ্চিম থেকে অভিজিৎ দাসগুপ্ত জানাচ্ছেন:- আগামী ২৬ নভেম্বর দেশব্যাপী ২৪ ঘন্টা সাধারণ ধর্মঘটের সমর্থনে সোনারপুর পশ্চিম এরিয়া কমিটির অন্তর্গত ও রাজপুর সোনারপুর পৌরসভার ৩৫নং ওয়ার্ড রানিয়ায় পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন কৃষক সভার নেতা তথা সোনারপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি কমরেড সিরাজ খান, সিআইটিইউ দক্ষিণ ২৪পরগণা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ও রাজপুর সোনারপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান কমরেড কমল গাঙ্গুলী, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির দঃ ২৪ পরগণা জেলা সম্পাদিকা কমরেড মোনালিসা সিনহা। তিনি লকডাউনে গরিব শ্রমজীবী মানুষের দূরবস্থার উল্লেখ করে বলেন মোদী-মমতার উভয় সরকারই ধনীর পক্ষে আর গরিব বিরোধী নীতি নিয়ে সরকার চালাচ্ছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দিচ্ছে নিজের বন্ধু আদানি আম্বানিদের। ব‍্যাপক বেসরকারিকরণ নীতির বিরুদ্ধে, আয়কর সীমার নীচে প্রতিটি পরিবারকে ৭৫০০টাকা করে প্রতি মাসে দিতে হবে, প্রয়োজন আছে এমন সবাইকে মাথাপিছু ১০কেজি করে মাসে খাদ্যশস‍্য দিতে হবে, অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বিরুদ্ধে ও অন্যান্য দাবিতে আগামী ২৬ নভেম্বর সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন সিআইটিইউ নেতা কমরেড খোকন অধিকারী।

যাদবপুর থেকে দেবু রায় জানাচ্ছেন
আজকে সারা ভারত বনধকে সমর্থন করে মধ্য যাদবপুর সিপিআই(এম) এরিয়া কমিটির ডাকে মিছিল সংগঠিত হয় l বাঘাযতীন থেকে পল্লী শ্রী পর্যন্ত মিছিল পরিক্রমা করে l চোখে পড়ার মতো সংখ্যায় মানুষ অংশগ্রহণ করেন l

মহেশতলা থেকে চন্দনা বাগচী জানাচ্ছেন
আগামী ২৬শে নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে বাটা মহেশতলা এরিয়া কমিটির আহ্বানে এক পথসভার আয়োজন করা হয় শ্যামপুর মোড়ে।

চন্দনা বাগচী আরও জানাচ্ছেন ২৬শে নভেম্বর এর ধর্মঘটের সমর্থনে বাটা মহেশতলা এরিয়া কমিটির অন্তর্গত নুঙ্গীমোড়ের পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিআইটিইউ র দক্ষিণ ২৪পরগনার সম্পাদক কমরেড রতন বাগচী,ইউটিউসির পক্ষে কমরেড দিপক সাহা,এইড‌ওয়া’র পক্ষে কমরেড চন্দনা বাগচী। সভায় সভাপতিত্ব করেন কমরেড শিবপ্রসাদ চক্রবর্তী।

সোনার পুর উত্তর এরিয়া কমিটি থেকে সংবাদ দাতা ডালিয়া চ্যাটার্জী জানাচ্ছেন যে আজ ওই অঞ্চলে পাঁচ পোতা থেকে গড়িয়া স্টেশন পর্যন্ত এক মিছিল হয় l

দেবু রায়– ২৬ শে নভেম্বরের সারা ভারত ধর্মঘটের সমর্থনে আজ গড়িয়া মোড়ে যাদবপুরে দক্ষিণ ২৪পরগণা জেলা রোডট্রান্সপোর্ট ফেডারেশন ও মধ্য যাদবপুর এরিয়া ট্রেড ইউনিয়ন কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে ৮০ নাম্বার বাস স্ট্যান্ড ৬নং অটো স্ট্যান্ড বারুইপুর অটো স্ট্যান্ড ও ৫নং বাস স্ট্যান্ডের সামনে পথসভা সংগঠিত হল। ৭০ জন শ্রমিক প্রায় দু ঘন্টা ধরে পথসভাকে ঘিরে উপস্থিত ছিল। জেলা নেতৃত্বের পক্ষে কমরেড উজ্জ্বল চ্যাটার্জি, কমরেড গৌতম দত্ত ও অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। সভা শুরুর আগে ৭০ জন শ্রমিক মিছিল এলাকা পরিক্রমা করে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।