জেলা

ব্যাঙ্ক, বীমা বেসরকারিকরণের প্রতিবাদে ধর্মঘট সফল করতে জলপাইগুড়িতে বিভিন্ন স্থানে কনভেনশন


চিন্তন নিউজ: ১৪ই মার্চ– মিতালি সরকার জানিয়েছেন- আগামী ১৫.০৩২০২১ ও ১৬.০৩.২০২১ ব্যাঙ্ক বেসরকারি করনের উদ্যোগের প্রতিবাদে দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট আহ্বান করেছে ব্যাঙ্ক সংগঠন সমূহ। ১৭ই মার্চ সাধারণ বীমা ও ১৮ ই মার্চ জীবন বীমা বেসরকারি করনের প্রতিবাদে যে ধর্মঘট হচ্ছে তা সফল করতে , আজ ময়নাগুড়ি ধর্মশালায় একটি গন কনভেনশন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের সদস্যরা।

জলপাইগুড়ি থেকে দীপশুভ্র সান্যাল জানাচ্ছেন–।রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রকৃত মালিকানা তার আক্যাউন্ট হোল্ডারদের, রাষ্ট্রায়ত্ত জীবন ও সাধারণ বীমার প্রকৃত মালিকানা তার পলিসি হোল্ডারদের। সাধারণের বিনিয়োগের মধ্য দিয়েই জাতীয়করণের পর সরকারি আর্থিক পরিষেবা সংস্থাগুলি গড়ে উঠেছে ও মানুষের আমানত-প্রিমিয়াম এর সুরক্ষা দেবার পাশাপাশি দেশের অর্থনীতিতে বিনিয়োগের যোগান দিয়ে এসেছে। অথচ তাঁদের মতামতের তোয়াক্কা না করে এবছরের কেন্দ্রীয় বাজেটে শেয়ার বাজারে এল.আই. সি.র নথিভুক্তিকরণ ও এল.আই.সি.র আই.পি.ও., বিমায় বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ ৭৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা, রাষ্ট্রায়ত্ত একটি সাধারণ বিমা সংস্থা ও দুইটি সরকারি ব্যাংক সম্পুর্ন বেসরকারিকরণের ঘোষণা করা হয়েছে। এই অপপ্রয়াস এর বিরুদ্ধে আগামি ১৪-১৫ই মার্চ গোটা দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ১৭ই মার্চ সাধারণ বিমা ও ১৮ই মার্চ এল আই সি-র সকল অফিসার ও কর্মচারী সংগঠনগুলি ধর্মঘট আহবান করেছেন। চার দিন ব্যাপী দেশের সরকারি আর্থিক পরিষেবা ক্ষেত্রে সর্বাত্মক এই ধর্মঘটের সমর্থনে আজ জলপাইগুড়ির শান্তি পাড়ায় একটি প্রকাশ্য কনভেনশনের আয়োজন করা হয় । এই কনভেনশনে উপস্থিত সরকারি ব্যাংকের আমানতকারী ও সরকারি বীমার পলিসি গ্রাহকরা ঐক্যবদ্ধভাবে সরকারি ব্যাংক-বীমার বেসরকারিকরণ- বিলগ্নিকরনের চক্রান্ত ব্যর্থ করার আহবান জানান ও চারদিনব্যাপি ধর্মঘটের সমর্থন জানান। কনভেনশনে বক্তব্য রাখেন কৌশিক রায়, বর্ণালী রায়, ধ্রুবজ্যোতি গাঙ্গুলী, বিপ্লব ঝা, মৌসুমী সরকার ও সাম্য সরকার। সভাপতিত্ব করেন কান্তি রাহা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।