জেলা

হুগলি জেলা নিউজ


চিন্তন নিউজ: ১৭ ই ফেব্রুয়ারি:-নবান্ন অভিযানের দিন পুলিশি বর্বরতায় বহু যুব এস এফ আই/ ডি ওয়াই এফ আই কর্মীরা আহত হন।। আরও বর্বরতার খবর আসে আরও দুদিন পর।। পুলিশ এর লাঠির আঘাতে আহত হন কোতলপুরের মঈদুল ইসলাম মিদ্যা।। পরে এই মেধাবী যুবকের মৃত্যু হয়।। তাঁর মৃত্যুর প্রতিবাদে পশ্চিমবঙ্গের দিকে দিকে চলছে প্রতিবাদ , মিছিল,থানা ঘেরাও ইত্যাদি কর্মসূচি।। আজ পুলিশ দ্বারা ছাত্র খুনের প্রতিবাদে আজ ধনিয়াখালি থানার সামনে ডি ওয়াই এফ আই ধনিয়াখালি লোকাল কমিটির কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। দোষী পুলিশকর্মীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই দাবীতে ওসিকে ডেপুটেশন দেওয়া হয়।

আবার পান্ডুয়াতে মেধাবী যুব কমরেড মইদুল ইসলাম মিদ্দা “বর্বর পুলিশের”লাঠির আঘাতে মৃত্যু হয়। বিচারবিভাগীয় তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাণ্ডুয়া ডি ওয়াই এফ আই/ এস এফ আই এর পাণ্ডুয়া থানা ঘেরাও কর্মসূচি। হুগলি জেলার রিষড়াতে এস এফ আই পোষ্টার এ পোষ্টার এ কমরেড মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর প্রতিবাদ জানানো হয়।।

গতকাল এস এফ আই / ডি ওয়াই এফ আই এর উদ্যোগে সিঙ্গুরে থানা ঘেরাও ও পথ- অবরোধ কর্মসূচী।।

১৬ ই ফেব্রুয়ারি বলাগড় থানাতেও চলে বামপন্থী দলগুলোর বিক্ষোভ কর্মসূচি।।ভদ্রেশ্বর থানাও ঘেরাও কর্মসূচি পালন করা হয়।। আজপার্টির জেলা কমিটির প্রক্তান সদস্য সিঙ্গুর জোনাল কমিটির প্রক্তান সম্পাদক কমরেড দিবাকর দাস আজকে প্রয়াত হয়েছেন।

আবার এদিকে ইটাচূনা এরিয়া এলাকার খন‍্যানে নবান্ন অভিযানে পুলিশের মারে নিহত যুব কমরেড মইদুল ইসলাম মিদ্দার মৃত্যুতে প্রতিবাদ জানিয়ে ১৬ ই ফেব্রুয়ারি জি,টি,রোড অবরোধ ও স্মরনে মোমবাতি মিছিল সংগঠিত হয়।

ভারতের ছাত্র ফেডারেশনের ও ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের শ্রীরামপুর উদ্দগে আজ শ্রীরামপুর থানা সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হলো ..ভারতের ছাত্র ফেডারেশনের ও ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের শ্রীরামপুর উদ্দগে আজ শ্রীরামপুর থানা সামনে বিক্ষোভ কর্মসূচি পালিত হলো ।।—- দিকে দিকে আওয়াজ তোল….
২৮ ফেব্রুয়ারি ব্রিগেড চলো….———


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।