জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২৩ এপ্রিল – গত ২১ এপ্রিল শহিদ কমরেড অমিয় গাঙ্গুলী ও মন্ডলগ্রাম এলাকার ছয়জন শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে “স্মরণ সভা” অনুষ্ঠিত হলো, মন্ডলগ্রামের কলাদিঘির পাড়ে, বিকাল-৫টায়। সকল পার্টিকর্মী-সমর্থক-দরদী বন্ধুদের উপস্থিত ছিলো নজর কাড়া। এছাড়া উপস্থিত ছিলেন মেমারী ২ এরিয়া কমিটির সম্পাদক অশেষ কোনার ও কৃষক সভার নেতা তাপস বসু গণতান্ত্রিক যুব ফেডারেশনের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অনুপম ঘোষ।

না, ভোটমুখী রাজনীতি নয়, মানুষের পাশে থাকার জন্য রাজনীতিতে বিশ্বাসী বামপন্থী রেড ভলিন্টিয়ার্স, এই করোনাকালীন পরিস্থিতিতে এলাকার মানুষকে বাঁচাতে কেন্দ্র ও রাজ্যের ‘অন্ধ ও বধির ‘ সরকারের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে এলো ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন, মন্তেশ্বর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে। মন্তেশ্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিকের কাছে অবিলম্বে সব মানুষের জন্য টীকা, ব্যাপক করোনা পরীক্ষা, বাজার ও লোকালয়ে সচেতনতা প্রচার ও নজরদারি চালানো, বাজার ও গনপরিবহনে নিয়মিত স্যানিটাইজের ব্যবস্থা করতে হবে, ব্লকেই করোনা চিকিৎসার উপযুক্ত পরিকাঠামো তৈরি করতে হবে এই সমস্ত দাবিতে প্রতিনিধিত্ব মূলক ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন আঞ্চলিক কমিটির সম্পাদক তথা মন্তেশ্বর বিধানসভার সংযুক্ত মোর্চার প্রার্থী অনুপম ঘোষ, সভাপতি শান্তি মন্ডল, সহ সম্পাদক আনারুল মন্ডল, প্রনব পাল, হেমন্ত মল্লিক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সীমাবদ্ধতার কথা স্বীকার করে নিয়ে ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।