চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ১লা সেপ্টেম্বর, ২০২১ – ১ লা সেপ্টেম্বর ১৯৫৯ সালে কংগ্রেস সরকারের পুলিশের আক্রমণে ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে শহীদ হন কিছু ছাত্র। শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শহীদ দিবস পালন করলো ভারতের ছাত্র ফেডারেশন বর্ধমান সদর ১ এর দেওয়ানদিঘি দপ্তরে। পতাকা উত্তোলন করেন সভাপতি উজ্জ্বল দাস। আলোচনা করেন সৌমিত চৌধুরী।
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পূর্বস্থলী-১ আঞ্চলিক কমিটির দোগাছিয়া ইউনিটের দোগাছিয়া বাজারে আজ সাম্রাজ্যবাদ বিরোধী দিবসে শহীদ রবি মাঝির স্মরণে পতাকা উত্তোলন ও রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। পতাকা উত্তোলন করেন সভাপতি টিংকু দাস। আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা সভাপতি স্বর্নেন্দু দাস। উপস্থিত ছিলেন সুব্রত ভাওয়াল, প্রদীপ কুমার সাহা, বীরেশ্বর নন্দী প্রমুখ নেতৃবৃন্দ।
![](https://chintannews.com/wp-content/uploads/2021/09/IMG-20210901-WA0059-768x1024.jpg)