জেলা

হুগলি জেলার সংবাদঃ-


১ লা সেপ্টেম্বরঃ- চিন্তন নিউজঃ—শিবানী দাশগুপ্তঃ-আজ আন্তর্জাতিক যুদ্ধবিরোধী ও সাম্রাজ্যবাদ বিরোধী দিবসে এক সুবিশাল সভা বামফ্রন্টের পক্ষ থেকে। অনুষ্ঠিত হয় চুঁচুঁড়া ঘড়ির মোড়ে। এই সভায় বক্তব্য রাখেন সি পি আই এম জেলা সম্পাদক কমরেড দেবব্রত ঘোষ,কমরেড মনোদীপ ঘোষ,কমরেড প্রনব ঘোষ সহ জেলা বামফ্রন্টের নেতৃত্ববৃন্দ।।

দুয়ারে সরকারের দ্বিতীয় দিন তারকেশ্বরের নছিপুর হাইস্কুলে সি পি আই (এম) এর ক‍্যাম্প।

জয়দেব ঘোষঃ-গতকাল হুগলী জেলা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কামারকুন্ডু চক্রের এস আই ডেপুটেশন অনুষ্ঠিত হয়।

৩১শে আগস্ট খাদ্য আন্দোলনের শহীদ দিবস পালন করা হলো হুগলী মহসীন কলেজের সামনে ৷


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।