জেলা

কলকাতা জেলা-


দেবী দাস: চিন্তন নিউজ:২৪শে আগস্ট:- .সি পি আই ( এম) এন্টালি( ৩) এরিয়া কমিটির উদ্যোগে আজকে রক্ত দান শিবির করা হয়।লকডাউন অবস্থায় সাস্থ্য পরিষেবা নেই বললেই হয়। এই অবস্থায় রক্তের অভাব দেখা দেয় প্রতিদিন বামপন্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করেছে অসহায় মানুষের পাশে থেকে। আজও রক্তদান শিবির করলেন উপস্থিত ছিলেন লক্ষ্মীমণি ব্যানার্জী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য ও অন্যান্য নেতৃত্ব এবং পার্টিকর্মীরা।

প্রায় চার মাস অতিক্রান্ত লকডাউন। এই অবস্থায় রুজি রোজগার মানুষ হারিয়েছে রেশনে পাওয়া যাচ্ছে শুধু চাল। না পাছে খাদ্য না পাচ্ছে স্বাস্থ্য পরিষেবা। বালিগঞ্জ (১) এরিয়া কমিটি ওয়ার্ড নং ৬১ ।সি পি আই ( এম) যুব ছাত্র মহিলাদের উদ্যোগে কমিউনিটি কিচেন হয়। এবং কিছু প্রান্তিক মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।