সীমা বিশ্বাস-২৪শেএপিল২০২১, আসাম, চিন্তণ নিউজ —— গত ১৮ই ফেব্রুয়ারি লাহোয়াল,ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ, নর্থ-ইস্ট রিজিয়ন (I C M R,NE ) কার্যালয় থেকে আসাম সরকারকে জানানো হয় যে রাজ্যের তিনটি কোভিডের নমুনায় ইং লন্ডনের প্রজাতি –(UK variant) এর প্রমাণ পাওয়া যায়। কোভিদের এই প্রজাতিটি অতি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। কোভিদের এই প্রজাতি দেশে বিভিষিকার সৃষ্টি করবে সুতরাং সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কিন্তু এই খবর পাওয়ার পর রাজ্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করল না। বরং স্বাস্থ্যমন্ত্রী সগৌরবে জনসমক্ষে প্রচার করলেন যে আসামে কোভিদ নাই। মাস্ক ব্যবহারের প্রয়োজন নাই। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সব কিছু জানার পর জনসাধারণকে ভুলপথে পরিচালনা করাটা কঠিন অপরাধ নয় কি? এই অনাকাঙ্খিত মৃত্যু, স্বজন হারানোর বেদনা, স্বাস্থ্য ব্যবস্থার ভগ্নদশা, সরকারের অপদার্থতায় আসামবাসীরা সবাই উদ্বিগ্ন।
Related Articles
দেশের দুর্নীতি দমনে কেন্দ্রীয় সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণ আসলে কি ফাঁকা আওয়াজ? ……প্রশ্ন আন্না হাজারের ।
গোপা মুখার্জী : চিন্তন নিউজ :২৯শে আগস্ট,২০২০:- গত সোমবার দিল্লির বিজেপি সভাপতি অদেশ গুপ্তা প্রাক্তন আম আদমি লিডার আন্না হাজারেকে চিঠির মাধ্যমে অনুরোধ জানিয়েছিলেন দিল্লির আপ সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনে সামিল হওয়ার জন্য । বিজেপি সভাপতি চিঠিতে আপ সরকারকে দুর্নীতিগ্রস্ত বলেও দাবী করেছেন । কিন্তু সরাসরি এই অনুরোধ প্রত্যাখান করেছেন বর্ষীয়ান নেতা আন্না হাজারে । […]
লালতীর্থ দাহানু
রঘুনাথ ভট্টাচার্য:চিন্তন নিউজ:২৬শে অক্টোবর:–মহারাষ্ট্রের পালঘর জেলার বিধানসভা কেন্দ্র দাহানু। ১৯৭৮ সাল থেকে ৯ বার জয়ী সিপিএম। কেবলমাত্র ২০১৪ বাদে।আগে এই কেন্দ্রের নাম ছিল জহর। বর্তমান নির্বাচনে (২০১৯) সিপিএম প্রার্থী ছিলেন বিনোদ নিকোলে,যিনি সিআইটিউ-নেতা ও রাজ্য কমিটির সদস্য এবং পার্টির সর্বক্ষণের কর্মী।শ্রী নিকোলে। ২০১৮সালের লঙ্ মার্চের অন্যতম সংগঠক ছিলেন। ২০০ কিলোমিটার পথে সেই ৪০০০০ কমরেডের লঙ্ […]
কমিউনিস্ট নেতা এ কে গোপালন স্মরণে
নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:২২শে মার্চ:– আইলিথ কুট্টিয়ারি গোপালান(১ অক্টোবর ১৯০৪ – ২২ শে মার্চ ১৯৭৭), এ কে গোপালান বা একেজি নামে পরিচিত, তিনি ভারতীয় কমিউনিস্ট নেতা ছিলেন। এ কে জি’..র. পিতার নাম ভেলুভা কন্নোত রাইরু নাম্বিয়ার,মাতার নাম- আইলিয়াথ কুট্টিয়েরি মাধবী আম্মা।তাঁর রাজনৈতিক দল ভারতের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী) । তিনি কেরালার ত্রিভেনড্রাম মেডিকেল কলেজের ছাত্র […]