দেশ শিক্ষা ও স্বাস্থ্য

আসামে কোভিদ নিয়ে সরকারের অবহেলায় উদ্বিগ্ন জনগণ


সীমা বিশ্বাস-২৪শেএপিল২০২১, আসাম, চিন্তণ নিউজ —— গত ১৮ই ফেব্রুয়ারি লাহোয়াল,ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ, নর্থ-ইস্ট রিজিয়ন (I C M R,NE ) কার্যালয় থেকে আসাম সরকারকে জানানো হয় যে রাজ্যের তিনটি কোভিডের নমুনায় ইং লন্ডনের প্রজাতি –(UK variant) এর প্রমাণ পাওয়া যায়। কোভিদের এই প্রজাতিটি অতি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। কোভিদের এই প্রজাতি দেশে বিভিষিকার সৃষ্টি করবে সুতরাং সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কিন্তু এই খবর পাওয়ার পর রাজ্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করল না। বরং স্বাস্থ্যমন্ত্রী সগৌরবে জনসমক্ষে প্রচার করলেন যে আসামে কোভিদ নাই। মাস্ক ব্যবহারের প্রয়োজন নাই। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সব কিছু জানার পর জনসাধারণকে ভুলপথে পরিচালনা করাটা কঠিন অপরাধ নয় কি? এই অনাকাঙ্খিত মৃত্যু, স্বজন হারানোর বেদনা, স্বাস্থ্য ব্যবস্থার ভগ্নদশা, সরকারের অপদার্থতায় আসামবাসীরা সবাই উদ্বিগ্ন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।