জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজ:২৩/০৪/২০২৩:– সোনিয়া অধিকারীঃ-গত ১১ ই এপ্রিল উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদ অভিযান থেকে বিনা অপরাধে গ্রেফতার হওয়া দশ জন ছাত্র যুব কমরেড এর নিঃশর্ত মুক্তির দাবিতে ও পুলিশ এর ঘৃন্য ভূমিকার প্রতিবাদে আজ বিকেলে ডি ওয়াই এফ আই রাজ্য কমিটির আহ্বানে ডি ওয়াই এফ আই চুঁচুড়া ও ব্যান্ডেল লোকাল কমিটির পক্ষ থেকে চুঁচুড়া থানায় ডেপুটেশন দেওয়া হয় ।

শঙ্খশুভ্র চক্রবর্তীঃ-রাজ্যজুড়ে শাসকদলের দুর্নীতির প্রতিবাদে এবং বামপন্থী ছাত্র-যুবদের শান্তিপূর্ণ মিছিলের উপর প্রতিনিয়ত শাসকদলের পুলিশের আক্রমনের প্রতিবাদে এবং আরো কয়েক দফা দাবির ভিত্তিতে সারা রাজ্যের ন্যায় আজ পার্টির যুব সংগঠন DYFI মগরা-দিগসুই-সপ্তগ্ৰাম এরিয়া কমিটির পক্ষ থেকে মগরা থানার ওসি সাহেবের কাছে ডেপুটেশন দেওয়া হলো।কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমরেড রাজীব, কমরেড শঙ্খ, কমরেড সুজয়, কমরেড সুবোধ, কমরেড শুভ সহ অন্যান্য যুব কমরেডরা।

দেবারতি বাসুলীঃ-কোন্নগর এরিয়া কমিটি এলাকার মহামতি লেনিনের জন্মদিনে গণশক্তি বোর্ড উদ্বোধন ও সমাবেশ।কানাইপুর কলোনি এলাকায়।বক্তব্য রাখেন কমরেড শ্রুতিনাথ প্রহরাজ, কমরেড মনোদীপ ঘোষ, সভাপতিত্ব করেন কমরেড অভিজিৎ চক্রবর্তী।

সুব্রত দাশগুপ্তঃ-খামারপাড়া শিশু সঙ্ঘ ও ভট্টাচার্য পরিবারের উদ্যোগে কমরেড মনোজ ভট্টাচার্য এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।