জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর,


চিন্তন নিউজ, সংবাদ দাতা-কৃষ্ণা সরকার- ২২এপ্রিল কমরেড লেনিনের ১৫৪ তম জন্মদিন শ্রদ্ধার সাথে পালিত হলো ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বর্ধমান সদর ১ এরিয়া অফিস, দেওয়ানদিঘিতে। দেশে দারিদ্র্য, বেকারী,ক্ষুধা, শোষণ তীব্রভাবে বাড়ছে, অতএব সমাজ বদলের লড়াইকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজ এই স্মরণ সভার আয়োজন ।

সি,পি, আই ( এম)
কালনা ২ এরিয়া কমিটির উদ্যোগে মহামতি লেনিন এর ১৫৪ জন্ম জয়ন্তী উদযাপিত হলো।
মহামতি লেনিনেধর ১৫৩ বর্ষ জন্মদিবস পূর্তি উপলক্ষে

কাটোয়া শহর এরিয়া কমিটি’র ডাকে লেনিন মূর্তির পাদদেশে শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচি পালিত হলো।

সিপি আই(এম) বর্ধমান শহর ২ নং এরিয়া কমিটির উদ্যোগে বড় নীলপুর বাজার সংলগ্ন পার্টি অফিস ও এরিয়া অফিসে মহামতি লেনিনের ১৫৪ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়, প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে। মাল্যদান করেন পার্টি জেলা নেতৃত্ব তাপস সরকার, দীপঙ্কর দে, অনির্বাণ রায় চৌধুরী সহ এরিয়া কমিটির সদস্যবৃন্দ ও শাখা সদস্যগণ।গণ সঙ্গীত পরিবেশন করেন পূজন সেনগুপ্ত। আজকের দিনের প্রাসঙ্গিকতার ওপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা পার্টি নেতৃত্ব তাপস সরকার।

আলমগঞ্জ, বর্ধমান শহর।
শ্রমিক আন্দোলনের নেতা প্রণব বটব্যাল এর ২৫ তম প্রয়াণ দিবস মর্যাদার সাথে পালিত হল আজ, বর্ধমান শহর ২নং এরিয়া কমিটির শ্রমিক অধ্যুষিত আলমগঞ্জ অঞ্চলে।
প্রসঙ্গত ১৯৯৮ সালে ২২ এপ্রিল কমরেড প্রণব বটব্যাল প্রয়াত হন। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করেন পার্টি জেলা নেতৃত্ব অনির্বাণ রায় চৌধুরী সহ এরিয়া কমিটির সদস্যবৃন্দ ও শাখা সদস্যগণ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।