জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ২১ মে – ২১ মে : রেড ভলেন্টিয়াররা যেভাবে করোনা মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে জীবন তুচ্ছ করে তা সমাজে এক বেনজির দলিল তৈরি করেছে। বহু শুভাকাঙ্ক্ষী মানুষ জনমত নির্বিশেষে তাদের আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। পূর্ব বর্ধমান জেলার সি,পি,আই (এম ) কালনা ২ এরিয়া কমিটির রেড ভলেন্টিয়ার্সদের কাজ এগিয়ে নিয়ে যেতে ও কোভিড মোকাবেলার প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কেনার জন্য বড়ধামাস অঞ্চলের মাতিশ্বর গ্ৰামের কমরেড তপন মুখার্জী পার্টির বড় ধামাস ৩ নং শাখার সম্পাদক ৬০০০ ও ওনার স্ত্রী অর্পণা মুখার্জী ৫০০ এবং ঐ গ্ৰামের কমরেড অনুপ গোস্বামী ২৫০০ টাকা সি,পি,আই (এম ) কালনা ২ এরিয়া কমিটির সম্পাদক কমরেড সনাতন টুডু-র মাধ্যমে রেড় ভলেণ্টিয়ার্স কালনা ২ এর তহবিলে দান করেন। উপস্থিত ছিলেন অশোক ব্যানার্জী , মিতালী মুখার্জী , রেড ভলেন্টিয়ার্সদের পক্ষ থেকে ছিলেন পিযুষ চ্যাটার্জী, তারাচাঁদ সরেন, সৌম্য চট্টোপাধ্যায়, তরুণ গড়াই , পারিজাত ব্যানার্জী প্রমুখ।

মেমারি-১ পশ্চিম এলাকায় শাহানুই গ্রামে করোনা আক্রান্ত পরিবারে খাবার দেওয়া হলো। রেড ভলেন্টিয়াররা এই কাজে যুক্ত।

কালনা শহরের ১৮নং ওয়ার্ডের একজন বাসিন্দা গতকাল কোভিড টেস্ট করিয়ে আসে্ন।সকাল ৬টায় শ্বাসকষ্ট হচ্ছিল। খবর পেয়ে রেড ভলেন্টিয়াররা হাজির। প্রোনিং এবং অক্সিমিটার ব্যবহার করে। এখন অক্সিজেন লেবেল ৯৭। আপাতত ভালো আছেন। ডাক্তারের পরামর্শে প্রয়োজনীয় ওষুধও দিয়ে আসা হয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।