জেলা

হুগলি বার্তাঃ –


চিন্তন নিউজ:১৯/০২/২০২৩:- আব্দুল মাজিদঃ-১৯৪৮ ও ১৯৪৯ সালের ১৯ ফেব্রুয়ারী, হুগলী জেলার সিঙ্গুর থানার বড়া-কমলাপুর ও পোলবা থানার ডুবিরভেড়িতে জমিদারি জুলুমের বিরুদ্ধে ও তেভাগা ‘ র দাবিতে আন্দোলনে – বড়া-কমলাপুরে শহীদ কার্তিক ধাড়া ও গুইরাম মণ্ডল এবং ডুবিরভেড়িতে শহীদ পঞ্চমাতা – মুক্তকেশী মাঝি, পাঁচুবালা ভৌমিক, দাসীবালা মাল, চণ্ডীবালা পাকিড়া ও পুষ্পবালা মাঝির শহীদীবরণের ৭৫ তম বর্ষ এবং ৭৫ তম দিবসের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের কিছু মুহূর্ত – ১৯ ফেব্রুয়ারী ২০২৩।

দেবারতি বাসুলীঃ- হুগলি জেলার পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের বিজ্ঞান, গণিত ও পরিবেশ বিষয়ক প্রতিযোগিতার জেলাস্তর (ফাইনাল)এর পরীক্ষা আজ ১৯শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০টায় জনাই ট্রেনিং হাইস্কুলে অনুষ্ঠিত হল। ব্যবস্থাপনায় চন্ডীতলা বিজ্ঞান কেন্দ্র (জনাই বিজ্ঞান কেন্দ্র)। বিদ্যালয় ও ব্লক/পৌরসভা স্তরে উত্তীর্ণ প্রথম, দ্বিতীয় স্থানাধিকারী ১২০জন ছাত্র ছাত্রীর মধ্যে ১১৭ জন ছাত্র ছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করল। জেলা স্তরের এই বিজ্ঞান অভীক্ষার মূল বিশেষত্ব হল পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান, পরিবেশ ও গনিত বিষয়ক সিলেবাস ভিত্তিক হাতে কলমে পরীক্ষা গ্রহণের মাধ্যমে ছাত্র ছাত্রীদের মধ্যে বিজ্ঞান ও গণিত চর্চার জন্য আগ্রহ তৈরি করা। ছাত্র ছাত্রীরা বিদ্যালয় স্তরে নৈর্ব্যক্তিক ধরন (MCQ) এবং ব্লক/পৌরসভা স্তরে বিবরণ মূলক (Descriptive)প্রশ্নের উত্তর করেছে। জেলা স্তরে লিখিত পরীক্ষা হয় নি। কিছু সমস্যা (Problem) দেওয়া হয়েছিল। সেগুলি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সমাধান করতে হয়েছে। Formative এই স্তরে প্রাপ্ত নম্বরের সাথে ব্লক/পৌরসভা স্তরে প্রাপ্ত নম্বর যোগ করে চূড়ান্ত মূল্যায়নের ভিত্তিতে জেলাস্তরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।