চিন্তন নিউজ: ১৯/০২/২০২৩:/- সংবাদদাতা – অভিজিত দাসগুপ্ত- শ্রদ্ধায় স্মরণে পালিত হল সিপিআই(এম) সোনারপুর পশ্চিম এরিয়া কমিটির অন্তর্গত লস্করপুর ৩ শাখার বর্ষীয়ান সদস্য প্রয়াত কমরেড সনৎ দত্তের স্মরণ সভা। সভায় সভাপতিত্ব করেন ও শোক প্রস্তাব উত্থাপন করেন শাখা সদস্য সুভাষ নন্দী। স্মৃতিচারণা করেন সিপিআইএম দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সদস্য কমল গাঙ্গুলী, এরিয়া কমিটির সম্পাদক কল্লোল দাস, কমরেড দত্তর কনিষ্ঠ পুত্র সন্দীপ দত্তসহ অন্যান্যরা।
বিষ্ণুপুর ১: নিজস্ব প্রতিবেদক: সিপিআইএম বিষ্ণুপুর ১ এরিয়া কমিটির ভান্ডারিয়া অঞ্চল পঞ্চায়েত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় আজ। এই সেই ভান্ডারিয়া অঞ্চল যেখানে ২০১৩ র পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম জয়ী হয়ে পঞ্চায়েত গঠন করে। পাশের রসখালি অঞ্চলেও বামপন্থীদের দখলে যায়। কিন্তু গত ২০১৮ র প্রহসনের পঞ্চায়েত নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রতিটি বিডিওর অফিসের সামনে সশস্ত্র ভাইপো বাহিনী বিরোধী দলের কাউকে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয় নি। প্রধানের, সদস্যদের বাড়িতে বাড়িতে হুমকি দেওয়া হয়। গত পাঁচ বছর বিষ্ণুপুর অঞ্চলে সন্ত্রাস নামিয়ে এনে স্বজন পোষণ দেদার লুটতরাজ চলেছে। তৃণমূলের ঠ্যাঙারে বাহিনীর হাতে নির্মমভাবে খুন হয়েছেন যুব কমরেড বিদ্যুৎ মন্ডল।
আজ সেই সন্ত্রাসের আঁতুড়ঘরে ভয় সন্ত্রাস উপেক্ষা করে তৃণমূলের দুর্নীতির প্রতিবাদ জানিয়ে পার্টির জেলা সম্পাদক শমীক লাহিড়ীর হাত থেকে লাল ঝান্ডা তুলে নিলেন তৃণমূলের ২৫টি পরিবার। সঙ্গে ছিলেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রভাত চৌধুরী, এরিয়া কমিটির সম্পাদক শ্যামল ডাল ও অন্যান্য নেতৃবৃন্দ।
রিপোর্টার অভিজিত ব্যানার্জী।– বিজ্ঞান অভিযান ২০২৩-এর অংশ রূপে আজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, বারুইপুর বিজ্ঞান কেন্দ্রের পরিচালনায় আয়োজিত হলো বিবিধ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো বারুইপুরের বিভিন্ন বিদ্যালয়ের এক ঝাঁক ছাত্র-ছাত্রী।