বাঁকুড়া ৯ই জুন ২০২০:- আজ সকালে অত্যন্ত সম্মানের সাথে সারা জেলা জুড়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সংগঠনের লাল তারা অঙ্কিত সাদা পতাকা উত্তোলন সহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে তাদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচী স লন করেন। বাঁকুড়া শহরে উল্লেখযোগ্য সংখ্যায় যুব কর্মীদের উপস্থিতিতে লালবাজারে কমরেড শোভা ব্যানার্জী স্মৃতি ভবনের সামনে ও স্কুলডাঙ্গায় কমরেড প্রমোদ দাসগুপ্ত ভবনের সামনে পতাকা উত্তোলন ও সংক্ষিপ্ত সভার মধ্যদিয়ে এই দিনটির প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতা জ্ঞাপন করেন।
শোভা ব্যানার্জী স্মৃতি ভবনের সামনে সগঠনের পতাকা উত্তোলন করেন জেলা কমিটির সদস্য সন্দীপ বিশ্বাস ও বক্তব্য রাখেন যুব নেতা রমিত ভট্টাচারিয়া। প্রমোদ দাসগুপ্ত ভবনের সামনে সংগঠনের পতাকা উত্তোলন করেন জেলা কমিটির সদস্য ধর্মেন্দ্র সিং ও বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সর্বভারতীয় সম্পাদক অভয় মুখার্জি। উভয় বক্তাই বর্তমান সময়ে যুব সমাজের উপর কর্পোরেট ব্যাবস্থার জনস্বার্থের পরিপন্থী নীতি গুলি রূপায়নকারি বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের আক্রমনের মুখে দাঁড়িয়ে যুব সংগঠনের ঐতিহাসিক দায়বদ্ধতা ব্যাখ্যা করেন।