জেলা রাজ্য

ভারতের কমিউনিষ্ট পার্টির ডাকে অমিত শাহ র ভার্চুয়াল সভার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচী।


কিংশুক ভট্টাচার্য:চিন্তন নিউজ:৯ই জুন:–আজ ৯ই জুন ২০২০ সকাল ৯টা বাঁকুড়া শহরের দুটি এরিয়া কমিটির যৌথ উদ‍্যোগে ব‍্যাপক জমায়েতের মধ‍্যে পালন করা হলো অমিত শাহর ডিজিটাল সভার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচী। মুহুর্মুহু উত্তাল শ্লোগানের মধ‍্যে দিয়ে অমিত শাহর ডিজিটাল জনসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেষ উপস্থিত জনগণ।

বিক্ষোভ কর্মসূচীর পর এক সংক্ষিপ্ত সভায় বক্তব‍্য রাখেন সিপিআই(এম) বাঁকুড়া জেলা কমিটি তথা রাজ‍্য কমিটির সদস‍্য অভয় মুখার্জি সভা পরিচালনা করেন বাঁকুড়া জেলা কমিটির অপর সদস‍্য সুবিকাশ চৌধুরি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।