জেলা

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিক্ষিপ্ত সংবাদ,


চিন্তন নিউজ:১১ই মার্চ:- যাদবপুর বিধানসভা থেকে সংবাদ দাতা দেবু রায় জানাচ্ছেন যে গত কাল সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীকে নিয়ে এলাকা জুড়ে মিছিল করার পরে আজ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চল জুড়ে দেওয়াল লিখন করা হয় ।

অপর দিকে নরেন্দ্রপুর শ্রীখন্ডা অঞ্চল থেকে সংবাদ দাতা ডালিয়া চ্যাটার্জী জানাচ্ছেন যে সোনারপুর উত্তর বিধান সভা কেন্দ্রে সংযুক্ত মোর্চার মনোনীত সিপিআইএম প্রার্থী মোনালিসা সিনহার সমর্থনে অঞ্চল জুড়ে দেওয়াল লিখন করা হয় .

জেলার অন্য এক সংবাদ দাতা দেবরাজ মন্ডল মগরাহাট পূর্ব বিধান সভা থেকে জানাচ্ছেন যে গতকাল প্রার্থী ঘোষণা করার পরে রাত থেকেই ধামুয়া অঞ্চল জুড়ে দেয়াল লিখন এর কাজ করা হয় , ওই অঞ্চলের প্রার্থী চন্দন সাহার সমর্থনে.


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।